Crime

কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ

রাজ্য কলকাতা

উত্তর ২৪ পরগনা ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে ট্রলির ভিতর থেকে উদ্ধার হলো এক ব্যবসায়ীর দেহ। গতকাল রাতে একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় ট্রলিটি। সেখান থেকে পাওয়া যায় গিরিশ পার্ক এলাকার একজন ব্যবসায়ীর দেহ। পুলিশ সূত্রে খবর রাজস্থানের এই ব্যবসায়ী ৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন দুজনের কাছ থেকে। সময় মতো টাকা ফেরত দিতে না পারায় আক্রশ থেকে খুন করা হয়েছে।

ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। কৃশপাল সিং এবং করণ সিং এই দুই ব্যাক্তির সাথে ব্যবসায়িক সূত্রে পরিচয় ছিল মৃত ভাগারাম দেবাসীর সাথে। বড়বাজারে ভাগারামের কাপড়ের দোকান আছে। বাংলাদেশে তিনি কাপড় পাঠাতেন। কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে আর কাপড় পাঠাতে পারছিলেন। ব্যবসায় ক্ষতির মুখে পড়েন। সেই সময় কৃশপাল এবং করণের সাথে ৮ লক্ষ টাকা ধার নেন। বেশ কয়েকদিন হয়ে গেলেও টাকা তিনি ফেরত দেননি। তদন্তকারিরা জানাচ্ছে গতকাল এই বিষয়কে কেন্দ্র করেই মুক্তারাম বাবু স্ট্রিটের যেই ফ্ল্যাটে এই দুই যুবক ভাড়া থাকতেন সেখানে তাকে ডাকা হয়। কফিতে বিষ মিশিয়ে প্রথমে মারা চেষ্টা হয়। তারপর তাকে শ্বাসরোধ করে গলার নলি কেটে খুন করে হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ওই দুই ব্যাক্তি জানিয়েছেন এই কাজের পর তারা দেহটি একটি ট্রলিতে ভরে প্রথমে দমদমের নাগেরবাজার এলাকায় যায়। সেখান থেকে ক্যাবে করে নদিয়ার দিকে যাওয়ার পরিকল্পনা করে। তারা চেয়েছিল কল্যাণী এক্সপ্রেসওয়ের কোন একটি জায়গায় এই ট্রলি তারা ফেলে দেবে। কিন্তু ওই ক্যাব চালক যখন কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে জানতে চায় কি আছে ট্রলিতে তখন শুরু হয় বচসা। সেই সময় পুলিশ চলে এলে তারা ওই ট্রলি খুলে দেহটি উদ্ধার করে। সঙ্গে সঙ্গে ওই দুজনকে তারা গ্রেপ্তার করেন। 

এর আগে কুমারটুলি ঘাটে ট্রলিতে একজন মহিলার দেহ পাওয়া যায়। মা ও মেয়ে খুন করে দেহ গঙ্গায় ফেলে দিতে এলে স্থানীয়রা তাদের হাতে না হাতে ধরে ফেলেন।  

Comments :0

Login to leave a comment