কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও পরিবহন ইউনিয়ন সমূহের আহ্বানে আগামী ৫ই মার্চ রাজ্য জুড়ে পরিবহণ ধর্মঘট হবে। কেন্দ্রীয় সরকারের ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারার (১), (২) উপধারা বাতিলের দাবি সহ এমভি অ্যাক্ট, ২০১৯ পরিবহন শ্রমিকদের স্বার্থে সংশোধনের দাবিতে এবং পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার ঢাবিতে রাজ্য জুড়ে যে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা সফল করতে ইতিমধ্যে মালদহ জেলা জুড়ে প্রচার চলছে বিভিন্ন ব্লকে সভা ও প্রচার পত্র বিলির মধ্য দিয়ে।
পাশাপাশি আগামী ২৪ ফেব্রুয়ারি, বুধবার, বিকাল ৪টায় মালদহ শহরের রথবাড়ি মোড়ে এক স্ট্রাইক কনভেনশন আহ্বান করা হয়েছে।
এই স্ট্রাইক কনভেনশনে সর্বস্তরের পরিবহণ শ্রমিক, অপারেটর, মালিক, সংগঠন, সহ সমস্ত গণসংগঠনের নেতা কর্মীদের অংশ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। ওয়েষ্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম ও কৌশিক মিশ্র জানালেন ধর্মঘট সফল করার জন্য পরিবহণ শ্রমিক, মালিকের কাছে অনুরোধ করা হয়েছে। মনে রাখতে হবে এই আইন লাগু হলে যারা ধর্মঘট করছে তারাই শুধু ক্ষতিগ্রস্ত হবেন তা নয়, যেসব পরিবহন শ্রমিক এই ধর্মঘটের বিরোধিতা করবেন তারাও একইভাবে এই দানবীয় আইনের শিকার হবেন। নেতৃবৃন্দ বলেন ষ্ট্রাইক কনভেনশন শেষ হওয়ার প্রচার চালান হবে।
transport strike Maldaha
৫ মার্চ পরিবহণ ধর্মঘটের প্রস্তুতি মালদহে
×
Comments :0