সংক্রমণজনিত স্নায়বিক সমস্যা জিবিএস-এ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২২৪। ৩ মার্চ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। তবে জিবিএস প্রতিরোধে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা আক্রান্তদের পরিবারকে কোনও সহায়তা দেয়নি কেন্দ্র।
মঙ্গলবার রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও জাধভই।
জাধভ জানিয়েছেন আক্রান্তদের বেশিরভাগেরই ক্যামপিলোব্যাকটরের সংক্রমণ ছিল। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেজ (নিমহানস) এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি প্যাথোজেন নিয়ে গবেষণা চালিয়েছে বলে জানিয়েছেন তিনি। যে যে এলাকায় সংক্রমণ হয়েছে তার মানচিত্র তৈরি করা হয়েছে। বিশেষ কোন বৈশিষ্ট্যের জন্য সংক্রমণ হয়েছে তা দেখা হচ্ছে, জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
জিবিএস’র জেরে বিরল সংক্রমণ থেকে স্নায়বিক বিপর্যয় হয়। এই রোগ যদিও বহু আগেই চিহ্নিত, কিন্তু মোকাবিলার ক্ষেত্রে পরিকাঠামোর অভাব দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে। পশ্চিমবঙ্গেও জিবিএস-এ আক্রান্ত হয়ে একাধিক মৃত্যু রয়েছে। হালকা জ্বর এবং পেট খারাপের পর শরীরের নিম্নাঙ্গ বিকল হতে শুরু করে এই রোগে। মহারাষ্ট্রেই এবার প্রথম একের পর আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। পুনে, পিম্পরি চিঁচওয়াড় এলাকায় সবচেয়ে বেশি ছড়ায় এই রোগ।
GBS Parliament
মহারাষ্ট্রে জিবিএস-এ আক্রান্ত ২২৪, কোনও সহায়তা করেনি কেন্দ্র, জানালেন মন্ত্রীই

×
Comments :0