Jalpaiguri

ফের চা বাগানে খাঁচা বন্দি চিতা বাঘ

জেলা

শুক্রবারের পর শনিবারও সকাল নাগাদ নাগরাকাটারকাঁঠাল ধুরা চা বাগানের একটি প্রাথমিক স্কুলের ঢিল ছোঁড়া দূরত্বেই খাঁচা বন্দি হলো পূর্ণবয়স্ক চিতা বাঘ। জানা যায় শনিবার ভোর নাগাদ সেই পূর্ণবয়স্ক চিতা বাঘটি বন দপ্তরের পাতা খাঁচায় খাঁচা বন্দি হয় বাঘটি। 

প্রসঙ্গত গত শনিবারও কাঁঠাল ধুরা চা বাগানের ১৬ নম্বর সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হয়। পরে চিতা বাঘটিকে উদ্ধার করে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর তার রেশ কাটতে না কাটতে এদিন ভোর নাগাদ আবারও একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ খাঁচা বন্দি হলো। চিতা বাঘ খাঁচা বন্দি হওয়ার খবর খুনিয়া রেঞ্জের বন কর্মীদের কাছে পৌঁছালে বনকর্মীরা ঘটনাস্থলে এসে সেই চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। 

যদিও এভাবেই প্রতিনিয়ত বাঘের গর্জন এবং খাঁচা বন্দি হওয়ার ফলে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিক মহল্লায়। শ্রমিকদের দাবি বিগত বেশ কিছুদিন ধরে তিনটি চিতা বাঘ তারা চা বলয়ে দেখা গিয়েছে। যার মধ্যে দুটিকে বনদপ্তর খাঁচা বন্দী করলেও একটি এখন অধরাই রয়েছে। 

তবে এই বিষয় চা বাগানের ম্যানেজার প্রদীপ বিশ্বাস বলেনবেশ কিছুদিন ধরে এই চা বাগানে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ছে তাই শ্রমিকরা কাজে আসতে ভয় পাচ্ছেন। শ্রমিকদের কথা অনুযায়ী তাঁরা তিনটি চিতা বাঘ দেখেছেন। তার মধ্যে দুটি খাঁচা বন্দি হয়েছে আবারও একটি চা বাগানের মধ্যেই রয়েছে। আমি বনদপ্তর এর কাছে অনুরোধ করছি। এই বাঘটি যদি খাঁচা বন্দি করতে পারে। তাহলেই বাগানের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।

Comments :0

Login to leave a comment