লিফটে আটকে ফের দুর্ঘটনা হায়দরাবাদে। এবার মারা গেল এক বছরের শিশু। হায়দরাবাদের সন্তোষ নগর কলোনির একটি বহুতলের এই দুর্ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে এই শিশুর নাম সুরিন্দর। বাবা স্থানীয় একটি হস্টেলে কাজ করেন। কুতুব শাহী মসজিদের কাছে এই বহুতলে থাকত পরিবার। শিশুটি কোনোভাবে লিফটের মধ্যে আটকে যায়। পরে তাকে পাওয়া যায় মৃত অবস্থায়।
সম্প্রতি সিরসিলায় এক পুলিশ আধিকারিক বহুতলে লিফট দুর্ঘটনায় প্রাণ হারান। ফেব্রুয়রিতে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছিল লিফট এবং দেওয়ার মাঝে আটকে।
Hyderabad Child Death
লিফটে আটকে পড়ে শিশুর মৃত্যু হায়দরাবাদের বহুতলে

×
Comments :0