ব্রিগেড সমাবেশের সমর্থনে রবিবার সিঙ্গুর মুক্তমঞ্চে শ্রমিক, কৃষক ও খেতমজুর সংগঠনের যৌথ উদ্যোগে এক কনভেনশন হয়। শ্রমকোড বাতিল করা, দ্রব্যমূল্য বৃদ্ধির রোধ করা, কৃষি ফসলের নূন্যতম সহায়ক মূল্য নির্ধারণ, রেগা প্রকল্পের কাজ চালু, বকেয়া মজুরি মেটানো, ১০০ দিনের কাজ ২০০ দিন করা, মজুরি ৬০০ নির্ধারণ করা ও রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনা, দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে এই কনভেনশন হয়।
শুরুতে প্রস্তাব পাঠ করেন সিঙ্গুর থানা কৃষক সমিতির সম্পাদক দেবাশিস চ্যাটার্জী। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন হুগলী জেলা কৃষক সমিতির সম্পাদক স্নেহাশীষ রায়, শ্রমিক নেতা আব্দুল হাই ও খেতমজুর ইউনিয়নের পক্ষে বৈদ্যনাথ দাস। বক্তারা বলেন, কেন্দ্রে ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির ফলে শ্রমজীবী মানুষের উপর সঙ্কটের বোঝা বাড়ছে। কৃষক তাঁর ফসলের লাভজনক দাম পাচ্ছে না। এই সময়ে মাঠে মাঠে আলু উঠছে। কিন্তু রাজ্য সরকার যে দাম নির্ধারণ করেছে। তাতে উৎপাদন খরচ উঠছে না। ফলে সঙ্কটের মধ্যে পড়েছেন কৃষকরা। এছাড়া রাজ্য প্রতিদিন নতুন নতুন দুর্নীতি ফাঁস হচ্ছে। এই সমস্ত সমস্যা আড়াল করতে তৃণমূল ও বিজেপি ধর্মীয় বিভাজন তৈরি করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অপচেষ্টা রুখতে ব্রিগেড সমাবেশকে সামনে রেখে শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় নিবিড়ভাবে প্রচার চালানোর আহ্বান জানান। কনভেনশন পরিচালনা করেন সুকুমার সামন্ত, কৃষ্ণ অধিকারী ও রূপ কুমার ধাড়া।
ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বানে পূর্বস্থলীতে সভা।
রবিবার পূর্বস্থলীতে ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোক শিল্পী সংঘের পূর্বস্থলী জোনাল কমিটির নেতৃবৃন্দ। এই কমিটির উদ্যোগে পূর্বস্থলীর সুলন্টু এমবিসিও ইঁটভাটায় লোক শিল্পীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সুমন্ত মুন্ডারী, সুশান্ত পণ্ডিত প্রমুখ। সভা পরিচালনা করেন মৃত্যুঞ্জয় দাস। বক্তারা বলেন রাজ্যে শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের দুর্দশা বৃদ্ধি পেতে পেতে বর্তমান সময়কালে অসহনীয় হয়ে উঠেছে। রাজ্যে কাজ নেই, কাজের খোঁজে গ্রাম শহর থেকে ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে, কিন্তু শ্রমিক কর্মচারীদের রোজগার কমছে। মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি'র বিরুদ্ধে মানুষের ক্ষোভকে হাতিয়ার করে সাধারণ মানুষকে সংগঠিত করে ওদের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হবে। শ্রমজীবী মানুষের জীবন জীবিকার ওপরে আক্রমণ প্রতিরোধ করতে এবং সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিহত করতে আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ সফল করার আহ্বান জানান।
Comments :0