Garia

গড়িয়ায় দম্পতির দেহ উদ্ধার

রাজ্য কলকাতা

গড়িয়ার একটি বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গড়িয়ার আদর্শনগরে। ভাড়া বাড়ির একটি ঘর থেকে স্বামী তরুণ দাস(৪৫) স্ত্রী আশা দাস(৩৫)'র দেহ উদ্ধার হয়েছে।  সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় ছিলেন স্বামী আর স্ত্রীর  দেহ পাওয়া যায় খাটের উপর। বুধবার রাতে আদর্শনগরের ওই ভাড়া বাড়ি থেকেই দম্পতির দেহ উদ্ধার হয়। আশা দেবীর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট। মুখে রক্তের দাগ ছিল তাঁর। স্থানীয়রা নরেন্দ্রপুর থানায় খবর দেয়। থানা থেকে পুলিশ এসে দেহ দু'টি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে দীর্ঘ ছয় মাস ধরে ওই দম্পতি গড়িয়ার আদর্শ পল্লির গুরুপদ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকতেন। দু’জনেই কর্মরত ছিলেন। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। 

বাড়ির মালিকের বক্তব্য বুধবার দুজনে কাজ থেকে ফেরার পর হাসি-মজায় ছিলেন, তাদের মধ্যে কোন অস্বাভাবিকতা দেখা যায়নি। আশার বোনের ছেলে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখে, সবাইকে জানায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্ত্রীকে খুন করে আত্মঘাতী হন তরুণ দাস। ওই দম্পতি আত্মঘাতী হয়েছেন নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে তা তদন্ত করে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment