উত্তরকন্যায় ডিওয়াইএফআইয়ের নেতা-কর্মীদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তেই প্রতিবাদ চলছে। উত্তরকন্যা অভিযানে পুলিশের আক্রমণের প্রতিবাদে শিলিগুড়িতে প্রতিবাদ মিছিল হয়েছে রবিবার।
বেকারী বিরোধী দিবসে ডিওয়াইএফআই’র ডাকে স্থায়ী কর্মসংস্থান,বিভাজন রুখে দেওয়া,দুর্নীতি সহ বিভিন্ন ইস্যুতে উত্তর কন্যা অভিযানে শান্তিপূর্ণ মিছিলের উপর মমতা ব্যানার্জির পুলিশ বর্বরোচিত ভাবে আক্রমণ করে রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী,সভাপতি ধ্রুব জ্যোতি সাহা সহ বহু যুব কর্মী আহত হন।
জনজীবনের ইস্যু, সাধারণ মানুষের প্রতিদিনকার জীবন যন্ত্রনার কথা, বেকারের হাতে কাজের দাবি- শুধু সেটুকুই জানাতে উত্তরকন্যায় অভিযান ছিল যুবদের। কিন্তু পুলিশ দফায় দফায় আটকে দিয়েছিল মিছিল। মিছিলে যোগ দিতে আসা বহু যুবকর্মীদের গাড়ি আটকে দেয়। উত্তরকন্যা অভিযানে ডিওয়াইএফআই'র সেই শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। সেই সঙ্গে জলকামান, টিয়ার গ্যাসের শেল ফাটাতে শুরু করে। পুলিশের পাথরের আঘাতে বহু যুব কর্মী আহত হওয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মিনাক্ষী মুখার্জী, ধ্রুবজ্যোতি সাহা,কলতান দাশগুপ্ত, জলপাইগুড়ির যুবনেতা দেবরাজ বর্মন, বেদোব্রত ঘোষ, কোচবিহারের শুভ্রালোক দাস, শম্ভু চৌধূরী সহ ২৬ জনকে আটক করে এনজেপি থানায় নিয়ে যায়। বিক্ষোভ প্রতিবাদের চাপে পড়ে সেদিন রাতেই সকলকে ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ। উত্তরকন্যায় ডিওয়াইএফআইয়ের নেতা-কর্মীদের ওপর পুলিশের আক্রমণের প্রতিবাদে এদিন শিলিগুড়িতে সিপিআই(এম) ২ এরিয়া কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়। এদিন বিকেলে বিধানরোড গোষ্ঠপাল মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে বিধান রোড, সেবক রোড, হিলকার্ট রোড হয়ে অনিল বিশ্বাস ভবনের সামনে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন জীবেশ সরকার, সৌরভ সরকার, তানিয়া দে প্রমুখ। নেতৃত্ব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ধারাবাহিক আন্দোলন চলছে চলবে।
Comments :0