হায়াঘাট আসনে এগিয়ে সিপিআই(এম) প্রার্থী শ্যাম ভারতী। ৪৫ শতাংশ ভোট পেয়েছে সিপিআই(এম) প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দি বিজেপির রামচন্দ্র প্রসাদ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বিজেপি প্রার্থী পেয়েছেন ৪১ শতাংশ ভোট। বিভূতিপুর আসন থেকে এগিয়ে সিপিআই(এম) প্রার্থী অজয় কুমার। জেডিইউ’র প্রার্থী থেকে হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন তিনি। অন্যদিকে সাতটি আসনে এগিয়ে রয়েছে সিপিআই(এম-এল)
পিপড়ায় দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিআই(এম) প্রার্থী রাজমঙ্গল প্রসাদ। তিনি এখনও পর্যন্ত পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। ওই আসনে এগিয়ে বিজেপি প্রার্থী শ্যামবাবু প্রসাদ যাদব। মানঝি আসনও দ্বিতীয় স্থানে সিপিআই(এম) প্রার্থী সত্যেন্দ্র প্রসাদ, ওই আসনে জেডিইউ প্রার্থীর থেকে ভোট ব্যাবধান পাঁচ শতাংশ। সিপিআই(এম) পেয়েছে ৩৪ শতাংশ ভোট।
বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-র অংশ হিসেবে মোট ২৮ কেন্দ্রে লড়ছে বামপন্থীরা। গণনা কেন্দ্রে সতর্ক থাকার বার্তা দিয়েছে বামপন্থী নেতৃবৃন্দ।
সিপিআই(এম) লড়ছে ৪ আসনে। পিপরায় রাজমঙ্গল প্রসাদ, হায়াঘাটে শ্যাম ভারতী, মানঝিতে সত্যেন্দ্র যাদব, বিভূতিপুরে অজয় কুমার প্রার্থী। সত্যেন্দ্র যাদবের ওপর কয়েকবার হামলা হয়েছে ভোট প্রচারে।
সিপিআই লড়ছে হরলাখি, ঝাঁঝরপুর, তেঘরা, বখরি, বাঁকে কেন্দ্রে।
BIHAR CPI(M)
বিহারে ৯টি আসনে এগিয়ে বামপন্থীরা
×
Comments :0