BIHAR CPI(M)

বিভূতিপুরে জয়ী সিপিআই(এম), বামপন্থীদের দখলে তিনটি আসন

জাতীয়

বিভুতিপুর আসন থেকে জয়ী সিপিআই(এম) প্রার্থী অজয় কুমার। ৮,৭৮১ ভোটে জয়ী হয়েছেন তিনি। এই আসনে এদিন প্রথম থেকেই এগিয়ে ছিলেন সিপিআই(এম) প্রার্থী। সিপিআই(এম-এল) জয়ী হয়েছে দুটি আসনে।
বিহারে বিরোধী জোটকে পরাস্ত করে বিপুল জয় পেয়েছে এনডিএ। কংগ্রেস ৬১টি আসনে লড়াই করে মাত্র পাঁচটি আসনে জয়ী হয়েছে। মহাগাটবন্ধন পেয়েছে ৩৪টি আসন। এনডিএ’র দখলে গিয়েছে ২০৩টি আসন। রাঘোপুর আসন থেকে ১২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন আরজেডি প্রার্থী তেজস্বী যাদব। 
বিহারের ফলাফল নিয়ে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা করলো কংগ্রেস। কংগ্রেস নেতা ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি কমিশনকে নিশানা করেছেন। তিনি বলেন, ‘বিহারে এসআইআরের নাম করে বহু ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে কমিশন। যার প্রভাব এই ফলাফলে দেখা যাচ্ছে।’ 
ভুপেশ বাঘেল বিহারে কংগ্রেসের ফলাফল নিয়ে মুখ খুললেও এখনও পর্যন্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment