Heatwave India

এপ্রিল-জুনে বাড়বে তাপ প্রবাহ, সতর্কতা আবহাওয়া বিভাগের

জাতীয়

তাপ প্রবাহের দিন বাড়বে ভারতে। গত বছরই তাপপ্রবাহের মাত্রা দেশে সবচেয়ে বেশি ছিল। এবার এপ্রিল থেকে জুনে আরও বাড়বে তাপ প্রবাহের দাপট।
আবহাওয়া বিভাগের পূর্বাভাস, এপ্রিল থেকে জুন, ভারতে তাপ প্রবাহের দখলে থাকবে আরও বেশি দিন। এই সময়ে যেখানে ৪ থেকে ৭ দিন তাপপ্রবাহ চলত। এখন তা বেড়ে বছরে দশ দিন হয়ে যাচ্ছে।
তাপ প্রবাহ বা ‘লু’ মুখ্যত চলত উত্তর ভারতে। এখন পূর্ব ভারত বা দক্ষিণ ভারতে গরম হাওয়া বইছে গ্রীষ্মের অনেকগুলি দিন।
মারাত্মক তাপ প্রবাহে সবচেয়ে সঙ্কটে শ্রমজীবী, কৃষিজীবীরা। গত বছর দিল্লিতেও বহু মানুষকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বেশ কিছু রাজ্যে স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল শিশুরা। ইট-কংক্রিটের বেড়া আরও কঠিন হওয়ায় শহরাঞ্চলে কষ্ট হচ্ছে বেশি। দিনের মধ্যে অনেকক্ষণ ধরে থাকছে তীব্র গরম। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি হিসেবে জানিয়েছিল যে ভারতে ৫ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়ছেন গরমের তীব্রতায়। এই সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ বহু অসুস্থতা, এমনকি মৃত্যুর কারণ হিসেবে তাপপ্রবাহ বা তীব্র গরম চিহ্নিত হয় না। 
শিশু এবং বয়স্কদের জন্য গতবার সতর্কতা জারি হয়েছিল। অসুস্থতার বহু ঘটনাও দেখা গিয়েছিল। দশ দিনের বেশি তাপপ্রবাহ হলে তার জেরে অসুস্থতার মাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে।

Comments :0

Login to leave a comment