মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়ালো। রবিবার মরক্কোর স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন ২০১২জন। ২০৫৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৪০৪ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র আশঙ্কা, ভূমিকম্পের ফলে ৩ লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। যদিও উদ্ধারকারীরা জানাচ্ছেন, ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
প্রসঙ্গত, শনিবার মাঝরাতে মরক্কোর মারাক্কেশ শহরের ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ৭.০ কম্পাঙ্কের ভূমিকম্প হয়। ভূপৃষ্ট থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল হওয়ায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে মরক্কো জুড়ে। সবথেকে বেশি ক্ষতি হয়েছে মারাক্কেশ শহরে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত পুরনো মারাক্কেশ শহর। সেই অঞ্চল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরনো মারাক্কেশের অন্যতম পরিচিতি হচ্ছে ১২ শতকে তৈরি শহর ঘিরে থাকা লাল দূর্গ প্রাচীর। ভূমিকম্পের ফলে সেই প্রাচীরের বহু জায়গায় ফাটল দেখা গিয়েছে। বেশ কয়েকটি অংশ ধ্বসে পড়েছে বলেও খবর।
মারাক্কেশের পাশাপাশি মরক্কোর রাজধানী রাবাত, কাসাব্লাঙ্কার মত শহরেও কম্পন অনুভূত হয়েছে। ভূমধ্যসাগর পেরিয়ে স্পেন এবং পর্তুগালেও শনিবার রাতের কম্পন টের পাওয়া গিয়েছে বলে খবর।
উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভূমিকম্পের উৎসস্থল অ্যাটলাস পর্বতমালার আমিজমিজ গ্রামের কাছে। দূর্গম অঞ্চলে হওয়ায় উৎসস্থলে কাছে পৌঁছতে বেগ পেতে হচ্ছে তাঁদের। গ্রামীণ মরক্কোর অধিকাংশ বাড়ি মাটি, পাথর এবং কাঠের তৈরি। প্রাচীন রীতি মেনে গ্রাম এবং শহরের রাস্তাও সংকীর্ণ। তারফলে স্বাভাবিক ভাবেই আসনি, টান্সঘার্ত, আমিজমিজের মত একের পর এক গ্রাম ধ্বসে গিয়েছে। এবং বাড়িগুলির ইঁট, কাঠ, পাথর পড়ে রাস্তাও অবরুদ্ধ।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, সাম্প্রতিক অতীতে মরক্কো সবথেকে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে ১৯৬০ সালে। সেই কম্পনের ফলে প্রাণ হারিয়েছিলেন ১২ হাজারের বেশি মানুষ। ২০০৪ সালেও ভূমিকম্প হয় মরক্কোতে। যদিও সেইবার ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনায় অনেক কম ছিল।
ইতিমধ্যেই মরক্কোর ভূমিকম্পের সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হওয়া তুরষ্কের ভূমিকম্পের তুলনা টানা শুরু হয়ে গিয়েছে। তুরষ্কের ভূমিকম্পে ৫০ হাজারের কাছে মানুষ প্রাণ হারান। ভূমিকম্পের অভিঘাতে উত্তর সিরিয়াতেও ক্ষয়ক্ষতি হয়।
Comments :0