Palestine Gaza Death Figure

গাজায় মৃতের সংখ্যা ৪১ শতাংশ বেশি, বলল ‘ল্যানসেট’

আন্তর্জাতিক

গাজায় হামলা অব্যাহত। প্যালেস্তাইনের অপর অংশ ওয়েস্ট ব্যাঙ্কেও হামলার তীব্রতা বাড়ালো ইজরায়েল। 
ইজরায়েলের অভ্যন্তরীণ সুরক্ষা সংস্থার প্রধান শিন বেট ওয়েস্ট ব্যাঙ্কে পুরোদমে আগ্রাসনের জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে অনুমতি চেয়েছেন। ইজরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে সামরিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকে ওয়েস্ট ব্যাঙ্কে বড় হামলার বিষয়ে আলোচনাও হয়েছে।  
গাজায় ইজরায়েলের হামলায় মৃত্যুর সংখ্যাও নিয়েও প্রকাশ হয়েছে নতুন সমীক্ষা। চিকিৎসা গবেষণা বিষয়ক আন্তর্জাতিক পত্রিকা ‘ল্যানসেট’ চালিয়েছে এই সমীক্ষা। বলা হয়েছে গাজায় মৃতের সংখ্যা যা প্রকাশ করা হয়েছে তা প্রকৃত সংখ্যার চেয়ে ৪১ শতাংশ কম। এই সমীক্ষার অনুমান ঠিক হলে গাজায় মৃতের সংখ্যা প্রশাসনিক তথ্যের তুলনায় দ্বিগুন।
ল্যানসেটের সমীক্ষা বলছে, প্যালেস্তাইনের প্রশাসনিক তত্য জানিয়েছে মৃতের সংখ্যা ৩৭ হাজার ৮৭৭। প্রকৃত সংখ্যা হলো ৬৪ হাজার ২৬০। 
প্রশাসনিক তথ্যের পাশাপাশি অনলাইন সমীক্ষা এবং শোকবার্তাও ব্যবহার করা হয়েছে সমীক্ষায়। 
গাজায় আর্তদের উদ্ধারে যুক্ত বাহিনী সোশাল মিডিয়ায় জানিয়েছে যে তাদের লক্ষ্য করে বোমা ফেলছে ইজরায়েল। গাজা শহরে শুজাইয়াতে ফেলা হয়েছে বোমা। 
ইজরায়েল লেবাননেও হামলা চালাচ্ছে। লেবাননের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে আইতা-অল-শাব নামে ছোট শহরে ইজরায়েল গোলা ফেলছে। হেজবোল্লার সঙ্গে যুদ্ধবিরতি হলেও ইজরায়েলের সেনা লেবাননের দক্ষিণ অংশে রয়েছে।
সীমান্তের ওপারে প্যালেস্তাইন এবং লেবাননের ওপর সামরিক আগ্রাসন চালালেও দেশের ভেতরে বিক্ষোভ থামছে না। 
ইজরায়েলে সব নাগরিকের জন্য ২৪ থেকে ৩২ মাস সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক। ইহুদিদের মধ্যে ধর্মান্ধ এবং গোঁড়া অংশ ‘হারেদি’-রা এই বাধ্যবাধ্যকতার বাইরে। তাদের কেন সেনাবাহিনীতে যোগ দিতে বলা হবে না, তা নিয়ে বিক্ষোভও হয়। ইজরায়েলের সুপ্রিম কোর্ট সম্প্রতি হারেদিদের জন্যও সেনায় পরিষেবা বাধ্যতামূলক করেছে। চলতি সপ্তাহেই হারেদিরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।

Comments :0

Login to leave a comment