DEBASISH HALDER

গাজোলে বদলি করা হলো দেবাশিস হালদারকে

রাজ্য

গাজোল হাসপাতালে বদলি করা হলো আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারকে। আর এই বদলি ঘিরে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক অভিযোগ গাজোল হাসপাতালে কোন পদ খালি না থাকা সত্ত্বেও দেবাশিসকে সেখানে বদলি করা হয়েছে। তার এই বদলির পিছনে প্রতিহিংসা দেখছেন চিকিৎসকদের একাংশ।

চলতি বছর এম.ডি চূড়ান্ত পরীক্ষার ভিত্তিতে ৭৭৮ জন চিকিৎসকের স্বচ্ছ কাউন্সেলিংয়ের মাধ্যমে বন্ড পোস্টিং সম্পন্ন হয়। দেবাশিস হালদার নিয়মমাফিক হাওড়া জেলা হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগে সিনিয়র রেসিডেন্ট পদে পদায়িত হন এবং নিয়োগপত্রে স্বাক্ষরও করেন।

কিন্তু গতকাল প্রকাশিত চূড়ান্ত মেধাতালিকায় দেখা যায় শুধুমাত্র তার পোস্টিং পরিবর্তন করে তাকে মালদার গাজোল হাসপাতালে পাঠানো হয়েছে, যা মূল তালিকায় ছিল না। জুনিয়র চিকিৎসদের দাবি এই পদক্ষেপ পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

চিকিৎসকদের কথায় এই পরিবর্তন 'ভুল' বা 'প্রশাসনিক জটিলতা' বলে চালানো সম্ভব নয়। এটি স্পষ্টভাবে দেবাশিসের পূর্ববর্তী আন্দোলনমুখর ভূমিকার প্রতিহিংসামূলক প্রতিক্রিয়া। বিশেষত, ২০২৪ সালের ৯ আগস্ট আর.জি. কর মেডিক্যালে সহকর্মী হত্যার প্রতিবাদে তার সক্রিয় ভূমিকা প্রশাসনের বিরাগভাজন হন তিনি। এসএসসি চাকরিহারাদের হয়েও পথে নেমে ছিলেন দেবাশিস।

জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে দেবাশিস হালদারের অবিলম্বে হাওড়া জেলা হাসপাতালে পুনর্বহাল এবং প্রশাসনিক স্বচ্ছতা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানানো হচ্ছে।

Comments :0

Login to leave a comment