চীনকে ছাড়িয়ে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসাবে উঠে এলো ভারত। বুধবার রাষ্ট্রসঙ্ঘের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১৪২.৮৬ কোটির আর চীনের ১৪২.৫৭ কোটি।
১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ করা শুরু করার পর এই প্রথমবার ভারত সর্বাধিক জনবহুল দেশের তালিকায় শীর্ষে উঠে এলো। জন্মহার কমে যাওয়া এবং শ্রমশক্তির বয়স বাড়ার কারণে চীন জনসংখ্যা কমেছে।
ভারতে ২০১১ সালে শেষবারের মতো জনগননা করা হলেও ১০ বছর পর অর্থাৎ ২০২১ সালে করোনা অতিবারির জন্য তা করা যায়নি।
রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম। জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬২ বছর বয়সী। মাত্র সাত শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।
অনেকে মনে করছে যে আগামী তিন দশক ভারতে জনসংখ্যা ১৬৫ কোটিতে পৌঁছাবে এবং তারপরে তা হ্রাস পেতে শুরু করবে।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে অনুমান করা হয়েছে যে ২০২৩ সালের মাঝামাঝি বিশ্বে জনসংখ্যা ৮.০৪৫ বিলিয়ন হবে।
Comments :0