বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ১ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. বিশ্বকাপ ফুটবল অংশগ্ৰহণকারী সবচেয়ে বেশি ৫টি দেশের নাম বলো।
২. ভারতের টেস্ট ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত কোন্ তিন খেলোয়াড় বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন?
৩. কনক মুখোপাধ্যায় কে?
৪. কে ছিলেন রামানন্দ সাগর?
৫. জয়নুল আবেদিন?
৬. কোন্ কোন্ দেশ সাহারা মরুভূমির অন্তর্ভূক্ত?
সমাধান
১. বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার অংশগ্ৰহণকারী ৫টি দেশ হল ব্রাজিল ২৩ বার, জার্মানি ২০ বার, আর্জেন্টিনা ১৮ বার, ইতালি ১৮ বার এবং মেক্সিকো ১৭ বার।
২. ভারতীয় টেস্ট খেলোয়াড়দের মধ্যে শচীন তেন্ডুলকার ২০০ টেস্টে ১৪ বার , রাহুল দ্রাবিড় ১৬৩ টেস্টে ১১ বার এবং রবীন্দ্র জাদেজা ৮৬ টেস্টে ১১ বার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।
৩. কনক মুখোপাধ্যায় (জন্ম ৩০/১২/১৯২১) ছিলেন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজ্যসভার সদস্য, সারাভারত মহিলা সমিতির প্রতিষ্ঠাতা, ঘরে বাইরে পত্রিকার সম্পাদক ও একসাথে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বিশিষ্ট প্রাবন্ধিক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবনমোহিনী দাসী পুরস্কার প্রাপ্ত।
৪. বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা প্রযোজক নাট্যকার সম্পাদক লেখক ও কবি চন্দ্রমৌলি চোপড়া রামানন্দ সাগর (জন্ম ২৯ শে ডিসেম্বর ১৯১৭) রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণ, সাইবাবা, লবকুশ,বিক্রম আউর বেতাল, আলিফ লায়লা,আঁখে,চরস,ঘুঙ্ঘট,জিন্দেগী, গীত, আরজু,সলমা ইত্যাদি তাঁর নির্মাণ।
৫. জয়নুল আবেদিন (জন্ম ২৯ শে ডিসেম্বর ১৯১৪)কলকাতার গভঃ আর্ট স্কুল থেকে প্রথম শ্রেণিতে প্রথম হন । তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক। ঢাকা আর্ট কলেজ থেকে শিল্পাচার্য উপাধি পান।এ ছাড়া স্বাধীনতা পুরস্কার জয়ী। তিনি চারু ও কারুকলা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা -অধ্যক্ষ। দুর্ভিক্ষ ৪৩, নবান্ন , মনপুরা ৭০,ম্যাডোনা ৪৩, সংগ্ৰাম, সাঁওতাল রমণী ইত্যাকার অসংখ্য চিত্র তাঁর অন্যতম সেরা নির্মাণ।
৬. মোট ১১ টি দেশ সাহারা মরুভূমির অন্তর্ভূক্ত:মরক্কো আলজেরিয়া নিউনিসিয়া লিবিয়া মিশর মৌরিতানিয়া মালি নাইজার চাদ সুদান ও পশ্চিম সাহারা।
Comments :0