মঙ্গলবার ফের রাজ্য জুড়ে পথে নামলো এসএফআই। কলকাতা বিশ্বাবিদ্যালয়ের সামনে থেকে মিছিল করে এসএফআই কলকাতা জেলা কমিটি। শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে কলেজ স্ট্রিট মোড় অবরোধও হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কুশপুতুল পোড়ানো হয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র নিগ্রহের ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যে জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দেয় এসএফআই। মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রাজ্যের সর্বত্র আক্রমণের মুখে পড়তে হয় তাদের। দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে ছাত্রছাত্রীরা। গতকাল সন্ধ্যায় দমদম এলাকার কালিন্দীতে প্রতিবাদ মিছিল সংগঠিত হলে সেখানেই পুলিশে আস্থে হয় ধস্তাধস্তি। কুশপুতুল দাহ করতেও বাধা দেওয়া হয়। আক্রমণ হয় দ্বিমুখী। একদিকে পুলিশকে নামিয়ে দিয়ে অন্য দিকে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদকে দেখা যায় বন্ধ বানচাল করতে নেবেছে তাঁরা।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "বহিরাগত গুন্ডা ঢুকিয়ে একটার পর একটা ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করছে তৃণমূল পুলিশের মদতে। আমরা পরিষ্কার বলছি ক্যাম্পাস রক্ষার আমরা শেষ পর্যন্ত লড়াই করবো।"
এসএফআই কলকাতা জেলা সভাপতি বর্ণনা মুখার্জি বলেন, "গতকাল শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয় ধর্মঘটে বহিরাগত গুন্ডা বাহিনীর আক্রমণ করে। আজ সকালেও আমাদের সাথীদের ও সাধারণ ছাত্রছাত্রীদের উপর আক্রমন করে তাঁর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারি দাবি করছি।"
Comments :0