Delhi Assembly Election

শান্তিপূর্ণ ভাবেই দিল্লিতে চলছে ভোটগ্রহণ

জাতীয়

দিল্লিতে চলছে ভোটগ্রহণ। পরিবারের সাথে ভোট দিয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভোট দিয়েছেন রাহুল গান্ধীও। শান্তিপুর্ণ ভাবেই চলছে ভোটগ্রহণ। টানা দশ বছর দিল্লিতে ক্ষমতা ধরে রেখেছে আপ। এবার নির্বাচন তাদের কাছে একটা চ্যালেঞ্জ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষঞ্জরা। আবগারি দুর্নীতি মামলায় জেলে ছিলেন কেজরিওয়াল, সিসোদিয়ার মতো প্রথমসারি নেতা মন্ত্রীরা। 

জামিন পাওয়ার পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেজরিওয়াল। দায়িত্ব তুলে নিয়েছেন অতিশী। নির্বাচনের আগে কেজরিওয়াল এবং সিসোদিয়া জানান যে দিল্লির মানুষ যদি আপকে ফের ক্ষমতায় আনে তবে তারা ফের মন্ত্রী হবেন। 

উল্লেখ্য এবারের নির্বাচনে আপ এবং বিজেপি দুই দলই সুক্ষ হিন্দুত্বের তাস খেলছে। আপের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে পুরোহিত ভাতার। এক গুচ্ছ ভাতার ঘোষনা করেছে দুই দল। কিন্তু কর্মসংস্থান তৈরি সুযোগের কথা উল্লেখ নেই দুই দলের নেতা মন্ত্রীদের মুখে। যমুনা নদীর দুষন গুরুত্ব পেয়েছে প্রচারে কিন্তু কর্মসংস্থান গুরুত্ব পায়নি।

দিল্লির ৭০টি আসনেই একা লড়ছে আপ। আগামী ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষনা।

Comments :0

Login to leave a comment