আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসক-ছাত্রীর জন্মদিন রবিবার। ৬ মাস আগে, আগস্টের ৯ তারিখেই হাসপাতালে মিলেছিল দেহ। তার ঠিক আগের দিন, শনিবার, জলপাইগুড়িতে স্কুল স্পোর্টস-র মাঠে এক ছাত্রী তুলে দিল ন্যায় বিচারের দাবি।
৯ আগস্ট ‘অভয়া মঞ্চ’ এবং বিভিন্ন গণসংগঠনের ডাকে ন্যায় বিচারের দাবিতে কলকাতায় হবে মিছিল। কেবল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি না আজীবন কারাবাস, তা নিয়ে আদালতে দড়ি টানাটানি চালিয়েছে সিবিআই এবং রাজ্য সরকার। প্রতিবাদীদের দাবি, হাসপাতালে সংগঠিত দুর্নীতিচক্রের মাথাদের হাতে খুন হতে হয়েছে অভয়া-কে। প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
শনিবার ছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর এলাকার একটি সরকারি জুনিয়র হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ‘যেমন খুশি সাজো’ বিভাগে নেমে এক শিশু বিচারের দাবি তোলা পোস্টার পিঠে নিয়ে মাঠে হাজির। তার সঙ্গেই সমবেত অন্য ছাত্রছাত্রী ও অভিভাবকরাও তোলেন ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান।
কর্মরত অবস্থায় নিহত চিকিৎসকের বিচার ঘিরে ক্ষোভ যে সমাজে রয়েছে, জলপাইগুড়ির স্পোর্টসের মাঠেই তার প্রমাণ মিলেছে আরেকবার।
Sports Jalpaiguri Justice
স্কুল স্পোর্টসের ইভেন্টে চিকিৎসক হত্যার বিচারের দাবি

×
Comments :0