সাধারণ মানুষের কাছে আবারও রাতের বেলা রাস্তা দখলের আর্জি জানাচ্ছে চিকিৎসকরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট আর সিবিআই’র কাছে তিলোত্তমার সুবিচার চেয়ে আবার ৪ সেপ্টেম্বর রাত ১১ থেকে বিভিন্ন জায়গায় রাস্তায় নামবেন। এই ডাকে সাড়া দেওয়ার জন্য তাঁরা সাধারণ মানুষের কাছেও আবেদন করেছেন। উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার পরের শুনানি।
আর জি করে চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত করছে সিবিআই। সেই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। তার আগের দিন অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাত ১১ টা থেকে রাজ্যের অন্তত ৩০ টি জায়গায় রাত দখলের কর্মসূচি কথা ঘোষণা করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল। অন্য মেডিক্যাল কলেজ গুলি বা স্থানীয় কোনও গুরুত্বপূর্ণ জায়গায় যদি এই রাত জাগো আন্দোলন কর্মসূচি পালন চায়, তাহলে সেই জায়গার নাম যুক্ত করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
৩ সেপ্টেম্বর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ও অল ইন্ডিয়া ফেডারেশন অফ গভর্মেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুপুর তিনটে সময় দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে আমরা এই ঘটনাটিকে অত্যন্ত সংবেদনীল ও বিশেষ অগ্রাধিকার দিয়ে দেখার জন্য। এই ঘটনা অন্য গুলির থেকে আলাদা। ৩১বছর বয়সী মহিলাকে সরকারি মেডিক্যাল কলেজে ডিউটিরত অবস্থায় ধর্ষণ ও খুন করা হয়েছিল। এটি একটি পরিকল্পিত, ষড়যন্ত্রমূলক প্রাতিষ্ঠানিক হত্যা। বিভিন্ন সরকার হাসপাতালে আর্থিক দুর্নীতি ও ভয় দেখানোর পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও বিভিন্ন দুর্নীতি যা বর্তমান শাসকের সহায়তায় হয়। এটি একটি সাধারণ মামলা হলে একাধিক অডিও-ভিজুয়াল সহ অসংখ্য অভিযোগ সামনে আসত না। রাজ্য প্রশাসন ও তাদের সহযোগীদের ভূমিকা নিয়েও আমাদের তথ্য লোপাটের অভিযোগ বারবার তোলা হয়েছে।
উল্লেখ্য,দীর্ঘ প্রায় ২০ দিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর ২সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ দুর্নীতির মামলায় আরজিকর’র প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই।
Comments :0