আবাস যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে। স্বাস্থ্য, শিক্ষায় দুর্নীতির মূল মাথাদের গ্রেফতার করতে হবে। সেটিং করে অপরাধীদের আড়াল করা যাবে না। বিভাজন নয়, চাই কাজ। এই দাবি নিয়ে পুলিশের বাধার মোকাবিলা করেই স্লোগান উঠল বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনের ভিতরে। বৃহস্পতিবার সারাদুপুর কখনও ডিএম অফিস, কখনও টেক্সটাইল মোড় আবার কখনও বহরমপুর থানার মোড়ে দফায় দফায় চলল বিক্ষোভ। মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য কাজের দাবি, গ্রামে ১০০ দিনের কাজ চালু, সরকারি দপ্তরে শূন্যপদে নিয়োগের দাবি নিয়ে এদিন বেলা ১ :৩০ বহরমপুরে এফইউসি মাঠের সামনে থেকে শুরু হয় মিছিল। একই সময় বহরমপুরে জেলা প্রশাসনিক ভবনেও শুরু হয়ে যায় মিছিল। এদিন বেলা ১০:৩০ থেকেই জেলা প্রশাসনিক ভবনের দরজা আটকে ছিল পুলিশ। ফিরিয়ে দেওয়া হয়েছে সরকারি কাজে আসা সাধারণ মানুষদেরও। ডিওয়াইএফআই'র পতাকা হাতে প্রশাসনিক ভবনের অন্দরে মিছিল জেলা শাসকের দপ্তরে যাওয়ার আগেই ঝাঁপিয়ে পরে পুলিশ। আটক করা হয় শাহনাওয়াজ ইসলাম, দেবাশিস রায়, সৌরভ ঘোষ সহ প্রায় ১৭ জনকে। অন্যদিকে ডিওয়াইএফআই'র মূল মিছিল রানীবাগান, গির্জার মোড় হয়ে টেক্সটাইল মোড়ে এলে সেখানে প্রতিরোধের মেজাজে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় যুব কর্মীরা। দ্বিতীয় ব্যারিকেডের আগে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধবস্তি হয় ডিওয়াইএফআই নেতা কর্মীদের। সেখানেই হয় সভা। বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য আকবর আলি, জেলা সম্পাদক সন্দীপন দাস, জেলা সভাপতি সৈয়দ নুরুল হাসান সহ যুব নেতারা। এরপর আটক হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে থানার দিকে যায় মিছিল। বহরমপুরে বাসস্ট্যান্ডে পুলিশ মিছিল আটকালে রাস্তা অবরোধ করেই সভা হয়। প্রায় দশ মিনিট অবরুদ্ধ থাকে জাতীয় সড়ক। এরপর মিছিল এগোয় বহরমপুর থানার দিকে। বহরমপুর ট্রেকার স্ট্যান্ডে হয় সভা। নেতারা জানান, আটক হওয়া কমরেডদের মুক্তি না দেওয়া অবধি আন্দোলন চলবে। আন্দোলনের চাপে সকলেই নিঃশর্তে মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ। ডিওয়াইএফআই জেলা সম্পাদক সন্দীপন দাস বলেন, “পরিযায়ীদের কাজ নেই, বেকার যুবক যুবতীদের কাজ নেই। টোটোচালকদেরও হয়রানি করা হচ্ছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে নিয়োগ শুধুই দুর্নীতির রাজত্ব চলছে। তৃণমূল আর বিজেপি সেটিং করে মূল পান্ডাদের আড়াল করছে। বিভাজন করে মানুষকে ভাগ করা হচ্ছে। এর বিপরীতে দাঁড়িয়ে হকের লড়াই জোরদার করবে যুবরা। মানুষের আওয়াজ নিয়ে জেলা শাসকের অফিসের অন্দর থেকে রাজপথে সরব হবে যুবরা।”
DYFI Baharampur
পুলিশের বাধা ভেঙে বহরমপুরে মিছিল যুবদের, গ্রেপ্তার, বিক্ষোভের চাপে পড়ে মুক্তি
×
Comments :0