Protest Rally

উত্তরকন্যা অভিযানে পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ

জেলা

বর্ধমান শহরে ছাত্র যুবদের বিক্ষোভ মিছিল।

শুক্রবার ডিওয়াইএফআই’র উত্তরকন্যা অভিযান ঘিরে অতি সক্রিয় পুলিশ। চললো কাঁদানে, লাঠি, জলকামান। আটক ডিওয়াইএফআই’র একাধিক নেতা-নেত্রী কর্মী সমর্থকরা। আন্দোলনরত ডিআইএফআই কর্মীদের ওপর পুলিশের নির্মম আক্রমণের প্রতিবাদে এদিন বর্ধমান শহরে ছাত্র যুব সংগঠন এসএফআই ও  ডিওয়াইএফআই’র  পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয়েছে।  প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংঘটিত হয় বর্ধমান পার্বতী শাখা মাঠ থেকে মশাল হাতে ছাত্র যুবদের দীপ্ত মিছিল কার্জন গেট এলাকায় পৌঁছায়। কার্জন গেট এলাকায় এসে মিছিল শেষে ছাত্র যুবদের প্রতিবাদ কর্মসূচি ও সভা সংগঠিত হয় বক্তব্য রাখেন দুই সংগঠনের জেলা নেতৃত্ব।
পুলিশের নির্মম আক্রমণে গুরুতর জখম একাধিক আন্দোলনকারী। পুলিশের এই বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ সহ আটক আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার সন্ধ্যায় তুফানগঞ্জ শহরে মিছিল করে সিপিআই(এম) তুফানগঞ্জ এরিয়া কমিটি।

উত্তরকন্যা অভিযানে পুলিশি আক্রমণের প্রতিবাদে  তুফানগঞ্জ মিছিল।

 

Comments :0

Login to leave a comment