এবার ভূমিকম্প পাকিস্তানের বালোচিস্তানে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৪.৬।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-সমীক্ষা প্রতিষ্ঠান ইউএসজিএস জানিয়েছে বালোচিস্তানের উথাল শহর থেকে ৬৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে কম্পনের উৎস। উৎসের গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে।
জানা গিয়েছে করাচিতেও কম্পন টের পাওয়া গিয়েছে।
দু’দিন আগে বার্মা এবং থাইল্যান্ডে গুরুতর ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে ভূকম্পে।
Earthquake Baloochistan
ভূকম্পন বালোচিস্তানেও

×
Comments :0