বাড়িতে তল্লাসির পর দিন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে তলব করল ইডি। আগামী ১৫ মার্চ তাঁকে হাজিরা দিতে হবে। রাজ্যের আবগারি দুর্নীতি সংক্রান্ত আর্থিক তছরূপের মামলায় তলব করা হয়েছে তাঁকে। সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। জানা যাচ্ছে বাঘেলের বাড়ি তল্লাশি চালিয়ে মোবাইল ও বিভিন্ন নথি সহ ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী যদিও এই বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। এই কংগ্রেস নেতার দাবি, সোমবার সকাল ৭:৩০ কোনও পরোয়ানা ছাড়া তল্লাশি চালায় ইডি। তাঁর অভিযোগ গতকাল তাঁকে বাড়ি থেকে বেরোতে দেয়নি ইডি আধিকারিকরা। বিধানসভার অধিবেশনেও তাঁকে যোগ দিতে দেওয়া হয়নি। তাঁকে ফোনও ব্যবহার করতে দেওয়া হয়নি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে, সোমবার তাঁর বাড়িতে টাকা গোনার জন্য যে যন্ত্র ইডি আধিকারিকরা নিয়ে এসেছিল তা আসলে সংবাদমাধ্যমকে দেখানোর জন্য।
সোমবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরোতেই কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় ইডি আধিকারকদের। তাদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইট।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অভিযোগ, ছত্তিশগড়ে প্রায় ২১০০ কোটি টাকার আবগারি দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে রাজ্যের কোষাগারের বিপুল টাকা চোট করা হয়েছে। কংগ্রেস বলেছে যে বিরোধী দলের নেতাদের ওপর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারি তদন্ত সংস্থা ইডি এবং সিবিআই একের পর এক তল্লাশি করছে। গ্রেপ্তারি করছে। ইডি’র মামলায় এমনকি বহু ক্ষেত্রে চার্জশিট পেশ হচ্ছে না। বিরোধীদের হেনস্তা করা হচ্ছে।
Bhupesh Baghel
আবগারি দুর্নীতি মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে তলব করলো ইডি

×
Comments :0