Suicide

চেন্নাইয়ে ঋণের দায় আত্মঘাতী চিকিৎসক ও তার পরিবার

জাতীয়

নিহত চিকিৎসক ও তার স্ত্রী

ঋণের দায় চেন্নাইয়ে আত্মঘাতী হলেন চিকিৎসক ও তাঁর পরিবার। চেন্নাইয়ের আন্না নগরের বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার করে পুলিশ। 
পুলিশ জানিয়েছে চিকিৎসক বালামুরুগান তার স্ত্রী এবং দুই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বড় ছেলে ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ছোট ছেলে একাদশ শ্রেণির পড়ুয়া বলে জানা  গিয়েছে। 
নিহত চিকিৎসকের শহরে একাধিক আল্ট্রাসনোগ্রাফি সেন্টার ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। তাদের প্রাথমিক অনুমান ঋণের কারণে গোটা পরিবার আত্মঘাতী হয়েছে। এদিন সকালে চিকিৎসকের গাড়ি চালক তাদের ডাকাডাকি করে কোন আওয়াজ না পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। তারপর পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে চারজনের দেহ উদ্ধার করে। 
নিহতের কাছ থেকে কোন সুইসাইট নোট পাওয়া যায়। গোটা বিষয়টার তদন্ত করছে পুলিশ।
মঙ্গলবার এই ঋণের কারণে হায়দরাবাদে এক দম্পতি ও তাদের দুই সন্তান আত্মঘাতী হয়। প্রথমে দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করে ওই দম্পতি। তাদের ঘর থেকে যেই নোট পাওয়া যায় তাতে ঋণের কথার পাশাপাশি অবসাদের কথাও উল্লেখ করা ছিল।
উল্লেখ্য গত কয়েক মাস ধরে কলকাতা সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই আত্মহত্যার প্রবনতা দেখা যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে আত্মঘাতীর হওয়ার কারণ বিপুল পরিমানে ঋণ। ফাটকা পুঁজির বাজারে একাধিক মাইক্রো ফাইনান্স সংস্থা ব্যাঙ্কের ছাতার মতো গজিয়ে উঠেছে। সেখান থেকে বিভিন্ন সময় ঋণ নিচ্ছেন অনেকে। আবার কখনও কখনও প্রলোভন দেখিয়ে বাধ্য করা হচ্ছে ঋণ নিতে। আর এই ঋণের ফাঁদে পড়ে তা শোধ করতে না পেরে মানুষ বাধ্য হচ্ছে নিজেদের শেষ করে দিতে।

Comments :0

Login to leave a comment