Nepal Deb Bhattacharya

নেপালদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানালেন গৌতম দেব, এমএ বেবি

রাজ্য

প্রয়াত সিপিআই(এম) নেতা নেপালদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানালেন সিপিআই(এম)’এর সাধারণ সম্পাদক এমএ বেবি। উত্তর ২৪ পরগনার বারাসাতে সিপিআই(এম) জেলা দপ্তরে প্রয়াত ভট্টাচার্যকে শ্রদ্ধা জানান এমএ বেবি এবং গৌতম দেব।
সোমবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন নেপালদেব ভট্টাচার্য। ১৯৭৯ সালে তিনি এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ওই সময় সর্বভারতীয় সভাপতি হন এমএ বেবি, সহ-সম্পাদক হন সীতারাম ইয়েচুরি।
শ্রমিক আন্দোলনের নেতা,এস এফ আই'য়ের প্রাক্তন সাধারণ সম্পাদক, সিপিআই (এম) রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, রাজ্যসভার প্রাক্তন সাংসদ প্রয়াত কমরেড নেপাল দেব ভট্টাচার্যকে শ্রদ্ধায় বিদায় জানালেন গণতান্ত্রিক আন্দোলন, শ্রমিক কর্মচারী আন্দোলনের নেতা কর্মী থেকে বিভিন্ন ক্ষেত্রের তাঁর গুনমুগ্ধ মানুষজন। মঙ্গলবার সকালে তাঁর মরদেহ সিআইটিইউ রাজ্য দপ্তর শ্রমিক ভবনে আনা হলে মরদেহে রক্তপতাকায় আচ্ছাদিত করে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান, সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি, সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সাধারণ সম্পাদক অনাদি সাহু, শ্রদ্ধা জানান রবীন দেব, শ্রীদ্বীপ ভট্টাচার্য, শমিক লাহিড়ী সহ অন্যান্যরা।  
শ্রমিক ভবনে শ্রদ্ধা জ্ঞাপনের পর ইন্টারন্যাশনাল সঙ্গীতের মধ্যদিয়ে মরদেহ মিছিল করে নিয়ে যাওয়া হয় সিপিআই (এম) রাজ্য দপ্তর মুজফ্ফর আহমেদ ভবনে। সেখানে রক্তপতাকা ও ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, মীনাক্ষী মুখার্জি অন্যান্যরা। মরদেহ এসএফআই, ডিওয়াইএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে নিয়ে যাওয়া হলে সেখানে ও প্রয়াত নেতার মরদেহে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান ছাত্র যুব নেতৃবৃন্দ।
 

Comments :0

Login to leave a comment