উল্লেখ্য নিম্ন আদালত সঞ্জয় রায়কে একমাত্র দোষী সাব্যস্ত করা এবং আজীবন কারাবাসের সাজা শোনানোর পর নির্যাতীতার পরিবার জানিয়ে ছিলেন তারা এই রায়ে খুশি নয়। এই ঘটনায় আরও অনেকে যুক্ত বলে দাবি পরিবারের। সিবিআইয়ের প্রতিও তারা তাদের অনাস্থা প্রকাশ করেন। কলকাতা হাইকোর্টের নতুন করে তদন্তের আবেদন জানিয়ে তারা মামলা দায়ের করেন। কিন্তু এই আরজি কর মামলা যেহেতু সুপ্রিম কোর্টে শুনানি চলছে তাই মামলা শুনতে চায়নি হাইকোর্ট। এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মামলা শুনতে হাইকোর্টের কোন বাধা নেই।
RG Kar Student Death
আরজি কর কাণ্ডের নতুন করে তদন্তের মামলার শুনানি হবে হাইকোর্টে : সুপ্রিম কোর্ট

×
Comments :0