house helper murdered at PK Banerjee's house

পি কে ব্যানার্জি বাড়িতে খুন পরিচারকের, গ্রেপ্তার গাড়ির চালক

কলকাতা

প্রয়াত কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জি সল্টলেকের বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার করে হয়েছে। নিহতের নাম গোপীনাথ মহুরি। পুলিশ প্রাথমিক ভাবে অনুমান করছে খুনের করা হয়েছে তাকে। এই ঘটনায় বরুণ ঘোষ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সল্টলেকের জিডি ব্লকের বাড়িতে বর্তমানে পি কে ব্যানার্জির মেয়েরা থাকেন। পুলিশ সূত্রের খবর, দুই পরিচারকের মধ্যে বচসা হয়। নিহত গোপীনাথ মহুরিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আজ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নিহতের ওই পরিচারকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় গতকাল রাতে। বাড়ি থেকে ৫ হাজার টাকা চুরি যায়। বরুণ ঘোষ নামে ওই চালক গোপীনাথ নামে ওই পরিচারকের দিকে বারবার আঙুল তুলতে থাকেন। রাতে মদের আসরে সেই বচসা চরমে পৌঁছয়। অভিযোগ উঠছে, সেই বচসার জেরেই রাগের মাথায় বরুণ রান্নাঘর থেকে ধারাল অস্ত্র নিয়ে এসে গোপীনাথকে এলোপাথাড়ি কোপ মারেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। 

Comments :0

Login to leave a comment