Cartidge Dharmatala

ধর্মতলায় উদ্ধার বিপুল কার্তুজ, গ্রেপ্তার যুবক

কলকাতা

ছবি প্রতীকী।

ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হয়েছে ১২০ রাউন্ড কার্তুজ। কলকাতা পুলিশের এসটিএফ কার্তুজ সহ গ্রেপ্তার করেছে এক যুবককে। 
জানা গিয়েছে এই যুবক পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। যুবকের থেকে মেচেদার বাসের টিকিট পাওয়া যাচ্ছে।
রবিবার একেবারে ধর্মতলা থেকে বিপুল কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে কার্তুজ এসেছে তার খোঁজ চলছে বলে জানাচ্ছে পুলিশ।
এর আগে, গত ফেব্রুয়ারিতে, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থেকে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার হয়। সেই ঘটনায় কলকাতার বিবাদী বাগের একটি দোকানের যোগাযোগ পাওয়া যায়। 
রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা বাড়ছে। এমনকি কলকাতার কসবায় তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চলেছে। ইংরেজবাজারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরে এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। 
প্রকাশ্যে শুটআউটের জেরে বহু জায়গায় আহত হয়েছে পথচলতি সাধারণ মানুষও। রাজ্যে এত অস্ত্র কোথা থেকে আসছে তা নিয়ে প্রশ্ন এবং উদ্বেগ রয়েছে সর্বত্র।

Comments :0

Login to leave a comment