Purulia

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

জেলা

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুরুলিয়া পৌর এলাকার নাপিত পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় দেড় বৎসর আগে পুরুলিয়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীহা মাহালিকে ভালোবেসে বিয়ে করে নাপিত পাড়ার বাসিন্দা চিন্টু সিং। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে নানা কারণে অশান্তি শুরু হয়। কিছুদিন পর স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকতে শুরু করে। ইতিমধ্যে নীহা মাহালি বিবাহ বিচ্ছেদ করার জন্য আদালতে মামলাও করেন। তার মাঝেই মর্মান্তিক পরিনতি ঘটে গেল। অভিযোগ মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ নীহার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় চিন্টু, পর পর কোপ মারে নীহার শরীরে। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে ওই মহিলা। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং গুরুতর যখন নীপাকে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দেখা যায় পুরুলিয়া-আদ্রা রেল শাখার তেলকল পাড়া রেল গেটে চিন্টু চলন্ত ট্রেনে ঢুকে আত্মহত্যা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
 

Comments :0

Login to leave a comment