মালদহের মোথাবাড়ি এলাকা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুললেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরি। মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবকে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদ উল্লেখ করেছেন যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন দরকার। তার সাথে প্রয়োজনে রুট মার্চ জরুরী বলেও তিনি উল্লেখ করেছেন। দ্রুত যাতে এলাকায় শান্তি ফিরে আসে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আর্জিও প্রশাসনের কাছে করেছেন কংগ্রেস সাংসদ।
ইতিমধ্যে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে প্রশাসনের কাছে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় উদ্যোগের দাবি তুলেছে বামফ্রন্ট। রবিবার মিছিলেরও ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বামফ্রন্টের মালদহ জেলা আহ্বায়ক অম্বর মিত্র।
ঈদ এবং রামনবমীর পর্বে এমন সাম্প্রদায়ি উত্তেজনার চেষ্টা সম্পর্কে আগেই সতর্ক অবস্থান নেয় বামফ্রন্ট। বিভেদ প্রতিরোধে আগেই রাস্তায় নামার আহ্বানও জানানো হয় কর্মী এবং সমর্থকদের। রাজ্যের বিভিন্ন প্রান্তেই জনতাকে সঙ্গে নিয়ে বেশ কিছু এলাকায় এমন মিছিল চলছে। মালদহে হরিশ্চন্দ্রপুর থানায় চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বামফ্রন্ট।
শনিবার বামফ্রন্টের সাংবাদিক বৈঠকে সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদক অম্বর মিত্র বলেছেন, ‘‘গত কয়েকদিন ধরে মালদহে কিছু অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চলেছে। যা শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। সামনেই দু’টি বড় উৎসব আছে, ঈদ ও রামনবমী। সঙ্গে অন্যান্য উৎসবও আছে। তাই এই সব উৎসবে জেলার মানুষ যাতে যোগ দিতে পারেন সেই কারণে শান্তি, সম্প্রীতি ও ঐক্য রক্ষায় জেলার মানুষকে যেমন এগিয়ে আসতে হবে।’’
তিনি বলেন, ‘‘জেলা ও ব্লক প্রশাসন এবং পুলিশকে সক্রিয় হতে হবে। এ কারণে আমরা জেলা শাসকের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য। এতে সমস্ত রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে ডাকা দরকার। ব্লক প্রশাসন ও থানাগুলিতে শনি ও রবিবার চিঠি দিচ্ছি বামফ্রন্ট।’’
মিত্র বলেন, গত কয়েকদিনের ঘটনার দায় প্রশাসন, বিশেষতঃ গোয়েন্দা বিভাগ, এড়াতে পারে না। প্রশাসন সতর্ক থাকলে এই পরিস্থিতি এড়ানো যেত। মনে রাখতে হবে আর এক বছর পর বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ফয়দা নিতে এভাবে জাতি ধর্মে বিরোধ বাঁধিয়ে তার থেকে রাজনৈতিক ফ্য়দা লুটতে চাইছে কেউ কেউ। সাধারণ মানুষ এধরনের বিরোধ চান না।’’
বুধবার একটি ধর্মীয় মিছিলকে কেন্দ্র করে মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়ায়। আহত হয় অনেকে। হাইকোর্টের পক্ষ থেকে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা করার জন্য।
Malda
শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্র বাহিনী মোতায়েনের দাবি জানালো কংগ্রেস সাংসদ

×
Comments :0