নদীর থেকে পাওয়া গেলো বন্দুকের কার্তুজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানা এলাকায়। দোলনচা নদীতে সোমবার বিকেল থেকে পাওয়া যাচ্ছে কার্তুজ। মঙ্গলবার দিনও মিলেছে বেশ কিছু কার্তুজ। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ তদন্ত নেমেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বেশ কিছু শিশু নদীতে স্নান করতে যায় এবং সেখানে মাছ ধরার জন্য জলে নামে। মাছের পরিবর্তে শিশুদের হাতে ওঠে বন্দুকের কার্তুজ। সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখে স্থানীয় এক যুবক রতন কর্মকার। তারপর সে কার্তুজ গুলো শিশুদের কাছ থেকে নিয়ে নিজের কাছে রেখে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার সকাল থেকে নদীতে নেমে স্থানীয় বাসিন্দারা খোঁজা খুঁজি করলে আরও কিছু কার্তুজ পায়। স্থানীয় বাসিন্দা খগেন্দ্র সিংহ ও রতন কর্মকার জানান, নদীতে স্নান করতে গিয়ে শিশুরা কার্তুজ পায়। ঘটনাটি অবাক হওয়ার মতো। বিষয়টিকে কেন্দ্র করে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দুই দিনে মিলে প্রায় ৪০ টির বেশি কার্তুজ মিলেছে।
সিপিআই(এম) নেতা রঘুপতি মুখার্জী বলেন, ইসলামপুরে মাটি খুঁড়লে কখনও মিলছে রিভলবার, আবার কখনও নদী থেকে মিলছে কার্তুজ। এখান থেকে পরিষ্কার ইসলামপুরে কি পরিমানে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। ইসলামপুরে এই মিনি অস্ত্রাগার উদ্ধার করতে আমরা একাধিকবার পুলিশকে ডেপুটেশন দিয়েছি। পুলিশ বারে বারে শাসক দলের ছত্র ছাওয়ায় থাকা দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে। ইসলামপুর পুলিশ জেলা সুপার জবি থমাস বলেন, ঘটনাস্থলে পুলিশকে পাঠানো হয়েছে। নদীতে গুলি কিভাবে এলেও তা তদন্ত করে দেখা হচ্ছে। নদীতে তো আর গুলি লুকিয়ে রাখা যায় না। এর পিছনে কোন রহস্য থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।
Islampur
ইসলামপুরে নদী থেকে পাওয়া যাচ্ছে কার্তুজ, তদন্তে পুলিশ

×
Comments :0