জিতলেন অতিশী। পরাজিত হলেন কেজরিওয়াল এবং সিসোদিয়া। দিল্লি বিধানসভা নির্বাচনে ধাক্কা খেলো আপ। ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতা দখল করলো বিজেপি। সকাল থেকে নয়াদিল্লি আসনে কখনও এগিয়েছেন কেজরিওয়াল আবার কখনও পিছিয়েছেন। কিন্তু ফল প্রকাশ্যে আসার পর দেখা গেলো শেষ হাঁসি তিনি হাঁসলেন না। তাকে পরাজিত করে ওই আসন থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী প্রবেশ ভর্মার কাছে। প্রায় চার ভোটে পরাজিত হয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কেজরিওয়ালের পাশাপাশি পরাজিত হয়েছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। জংপুরা কেন্দ্র থেকে তিনি পরাজিত হয়েছেন। উল্লেখ্য আবগারি দুর্নীতি মামলায় এই দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। জামিনে মুক্তি হওয়ার পর দুজনে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে ঘোষনা করেন যে দিল্লির মানুষ যদি তাদের ফের নির্বাচনে জয়ী করে এবং আপ যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা ফের দায়িত্ব নেবেন। কিন্তু শনিবার দেখা গেলো মানুষ তাদের ওপর আর ভরসা রাখলেন না।
অপর দিকে কালকাঝি কেন্দ্রে প্রথম দিকে পিছিয়ে থেকে শেষে জয়ী হয়েছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশী। কেজরিওয়ালের ইস্তফার পর তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব তুলে নেন। বিজেপি প্রার্থী রমেশ বিধুরীকে পরাজিত করে দলের মান রাখতে সক্ষম হয়েছেন অতিশী।
Delhi Assembly Election
হারলেন কেজরিওয়াল, জয়ী হলেন অতিশী

×
Comments :0