দাম বাড়ল গরিবের জ্বালানি কেরোসিন তেলের। লিটার প্রতি ১২ পয়সা দাম বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক কেরোসিনের ‘বেস প্রাইস’ ঘোষণা করেছে। তাতেই ঊর্ধ্বগামী হয়েছে গরিব মানুষের জ্বালানির দাম। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অপরিবর্তিত তবুও কেন দাম বাড়ানো হল স্থাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে মাছ-সবজি, সব কিছুরই দাম বেড়েছে। সাধারণ মানুষের জীবনযন্ত্রণার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে এবার বাড়ানো হলো কেরোসিনের দাম।
গত বছরের জানুয়ারি মাস থেকে কেরোসিন তেলের দাম বাড়তে শুরু করে। কেরোসিনের দাম এক সময় ১০০ টাকার বেশি হয় লিটারে। সেই সময় রেশনের গ্রাহকার বেশি দাম দিয়ে কেরোসিন কিনতে পারছিলেন না। সাধারণ মানুষ, রেশন ডিলার এবং বিরোধীদের প্রতিবাদে কমতে শুরু করে কেরোসিন তেলের দাম। এখন কলকাতায় কেরোসিন তেলের দাম লিটার পিছু ৬০ টাকা ৬ পয়সা। এর সঙ্গে যোগ হবে ১২ পয়সা। শুধু কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেই বর্ধিত দাম দিয়ে কেরোসিন কিনতে হবে, এমনটা নয়। গোটা রাজ্যের সব প্রান্তের গরিব মানুষকেও বেশি দামে কিনতে হবে কেরোসিন।
কলকাতার কেরোসিন গ্রাহকদের যেমন তেল আসে মৌড়িগ্রাম থেকে, তেমনই রাজ্যের বাকি এলাকার জন্য হলদিয়া, মালদহ, রাজবাঁধ ও শিলিগুড়ির আইওসি’র ডিপো থেকে তেল তোলেন এজেন্টরা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নির্দেশিকায় সব ডিপোতেই বাড়ানো হয়েছে কেরোসিন তেলের বেস প্রাইস। বেস প্রাইসের উপর জিএসটি, এজেন্ট-ডিলারদের পরিবহণ খরচ, কমিশন, হ্যান্ডেলিং লস ও অন্যান্য খরচ যোগ করে ক্রেতাদের জন্য দাম ঠিক হয়। জুলাই মাসে বেস প্রাইসের সঙ্গে এই সব প্রয়োজনীয় খরচ যোগ করে আরও ১২ পয়সা অতিরিক্ত যুক্ত হবে। ফলে চড়া হারে কিনতে হবে গরিবের জ্বালানি কেরোসিন তেল।
Comments :0