আবারও কারখানায় আগুন। আগুনে ভস্মীভূত কারখানার একটি অংশ। বুধবার দুপুরে আচমকাই কোনা চামরাইলের বেলতলায় একটি ঢালাই কারখানায় আগুন লাগে। দুপুর দুটো নাগাদ কারখানার ভেতরে যখন কর্মীরা কাজ করছিলেন তখন কারখানার ভিতরে কর্মীদের তৈরি থাকার ঘরে হঠাৎ আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে কর্মীদের আবাসস্থল। আগুন দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন কারখানার ভিতরে কর্মরত শ্রমিকেরা। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন লাগার ফলে রাস্তায় বেরিয়ে আসেন এলাকার মানুষজন। পাশাপাশি কারখানা থেকেও শ্রমিকেরা বেরিয়ে এসে স্থানীয়দের সাথে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর দেওয়া হয় লিলুয়া থানা ও দমকলে। দমকলের দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ। হতাহতের কোন খবর নেই। কারখানার ভিতরে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তার অনুসন্ধান শুরু করেছে দমকলকর্মীরা। কি কারণে আগুন লাগলো তা জানতে তদন্ত শুরু করেন দমকল ও পুলিশ কর্মীরা।
Comments :0