রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে মেজাজ হারালেন খাড়গে। রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখছিলেন খাড়গে। মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম কমা নিয়ে তিনি বলছিলেন। সেই সময় তার বক্তব্য বাধা দেন বিজেপি সাংসদ নিরাজ শেখর। নিরাজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্র শেখরের ছেলে।
বক্তব্যের মাঝে বাধা দেওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন খাড়গে। রাজ্যসভার নিরোধী দলনেতা উত্তেজিত হয়ে বিজেপি সাংসদকে বলেন, ‘‘আমি তোমার বাবার সাথে সংসদে কাজ করেছি। তোমায় ছোট থেকে দেখেছি। তোমায় নিয়ে ঘুরেছি। চুপ করে বসো।’’ খাড়গের এই মন্তব্যের পর উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। কংগ্রেস সাংসদ প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রসঙ্গ কেন টানলেন তা নিয়ে শুরু হয় হই হট্টগোল।
রাজ্যসভার চেয়ারম্যান জগদ্বীপ ধনখড় মল্লিকার্জুন খাড়গেকে অনুরোধ করেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যেই মন্তব্য করেছেন তা ফিরিয়ে নিতে। পাল্টা খাড়গে বলে তাঁরা একসাথে রাজনীতি করেছেন বলেই তিনি এই কথা বলেছেন।
রাজ্যসভার চেয়ারম্যান পাল্টা যুক্তি দেখান একজন সাংসদকে অধিবেশন চলাকালিন ‘আপকে বাপ’ বলা যায় না।
রাজ্যসভার বিরোধী দলনেতা বলেন, ‘‘কাউকে আঘাত করা আমার অভিপ্রায় নয়। কিন্তু এই সংসদেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বার বার অপমান করা হয়েছে। মৌনি বাবা বলে তাঁকে কটাক্ষ করা হয়েছে। বলা হয়েছে তিনি নাকি কথা বলতে পারেন না, সরকার পরিচালনা করতে পারেন না। মানুষকে অপমান করা ছোট করার অভ্যাস আছে সরকার পক্ষের সাংসদের, আমাদের নয়।’’
Comments :0