Kolkata Old Sweet Shop Shuts Down

বন্ধ হওয়ার পথে কলকাতার প্রাচীন মিস্টির দোকান

কলকাতা

বন্ধ হওয়ার পথে কলকাতার অর্ধ শতাব্দীর পুরোনো মিস্টির দোকান পুঁটিরাম। টানা এক স্পাতহ ধরেই বন্ধ দোকান। ক্রেতারা এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এদিকে কলেজপাড়ায় কানপাতলেই ফিসফাস শোনা যচ্ছে বন্ধ হতে চলেছে নামজাদা মিস্টির দোকানটির আমহার্সট স্ট্রিটের শাখা। নেপথ্যে শোনা যাচ্ছে মালিকের দীর্ঘ অসুস্থতা। একমাত্র সন্তান মুম্বাই পারি দিয়েছে পারিবারিক ব্যবসা ছেড়ে। এখন প্রশ্ন, এই অবস্থায় দোকান চালাবে কে? তাই পাকাপাকিভাবে দোকান বন্ধে র সিদ্ধান্ত নিয়েছেন মালিক। বিগত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে উত্তর কলকাতার মিস্টি প্রেমীদের রসনার তৃপ্তি করে এসেছে পুঁটিরাম। যদিও, আমহার্স্ট স্ট্রিটের শাখাটি বন্ধ হলেও কলেজ স্ট্রিট শাখা এখনও পর্যন্ত খোলা রয়েছে। ফলত আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দারা হেঁটে হেঁটে আসছেন কলেজ পাড়ার শাখাটিতে। আসছেন। শহরে পুঁটিরামের কটা শাখা? সূর্য সেন স্ট্রিট পুঁটিরামের মালিক ইন্দ্রজিৎ মোদক জানিয়েছেন, দুই দোকানের মালিকানা আলাদা। আলাদা ছিল কারখানাও। সেই পুঁটিরামের বয়স একশোর ওপর হলেও আমহার্স্ট স্ট্রিট পুঁটিরামও নেহাত কম নয়। এই ২০২৪ সালে ৮০ বছরে পড়েছে ৪৬/৪ মহাত্মা গান্ধী রোডের পুঁটিরাম। তাঁর সংযোজন, ঠাকুরদা জীতেন্দ্রনাথ মোদক ওই দোকান যৌতুক হিসেবে এটাই দিয়েছিলেন মেয়ে-জামাইয়ের বিয়েতে। সেই থেকেই পথ চলা শুরু। দিন তিনেক আগেই যাতে দাঁড়ি পড়েছে।

Comments :0

Login to leave a comment