পুরনো জমি বিবাদকে কেন্দ্র সংঘর্ষ। মারধোরের পাশাপাশি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ গ্রামে। সংঘর্ষ দুই গোষ্ঠীর মধ্যে। ঘটনায় দুই পক্ষের পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের চোপড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে দাসপাড়া পুলিশ ফাঁড়ি থেকে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাকির হোসেনের সঙ্গে ওই গ্রামেরই মোহাম্মদ সমিরুদ্দিনের সাথে প্রায় সাড়ে আট বিঘা জমির মালিকা না নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদ চলছিল। বিষয়টিকে নিয়ে ইসলামপুর আদালতে মামলাও চলছে। তারই মধ্যে সমস্যা সমাধানের জন্য দাসপাড়া পুলিশ ফাঁড়ি এবং এলাকার বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে সালিশি সভা হয়। সেখানে কোন সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন জাকির হোসেন। তিনি বলেন, ‘‘ এদিন একটি জরুরী কাজে ইসলামপুরে ছিলাম খবর পেলাম যে সমীর উদ্দিনের লোকজন আমার বাড়িতে বোমা বন্দুক নিয়ে হামলা চালায় এবং জমি দখল করতে যায়। কিন্তু দিনের বেলা থাকায় বেশিরভাগ পুরুষ কাজের সূত্র বাইরে ছিলেন। মহিলারা দখলে বাধা দিলে তাদের উপর আক্রমণ করে। আমার বাড়ির একটি ঘর পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দাসপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।’’
এদিকে সমিরুদ্দিনের পরিবারের লোকজনের দাবি, সালিশি সভায় মেনে নেওয়ার পরে তারপর সিদ্ধান্ত অমান্য করা অযৌক্তিক। এদিন আমরা সালিশি সভার রায় মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জমি দখল করতে গেলে মহিলারা আমাদের উপর আক্রমণ করে এবং নিজেদের একটি জ্বালানি রাখার ঘর পুড়িয়ে দিয়ে আমাদের দোষারোপ করছে। পুলিশ জানায়,এই ঘটনায় এখনও প্রর্যন্ত ১৫ জনকে আটক করা হয়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Chopra
জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, চোপড়ায় আহত ১১

×
Comments :0