Cooperative Bank Elections

দেগঙ্গা সমবায়ে জয়ী বামপন্থীরা

রাজ্য জেলা

দেগঙ্গা সিএডিসি এবং এসসিএস লিমিটেড (কো-অপারেটিভ ) নির্বাচনে ৪৯টি আসনের মধ্যে ৪৫ টি আসনে জয়লাভ করলেন বামপন্থী প্রার্থীরা। নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৫ জানুয়ারি। ৯  ফেব্রুয়ারি রবিবার ডিরেক্টর বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিরেক্টরর্স বোর্ডের নির্বাচনেও মোট ৯টি আসনের সবকটিতেই বামপন্থীরা জয়লাভ করে। এলাকার সাধারণ মানুষের মধ্যে এই জয়ে উৎসাহ চোখে পড়ে। সিপিআই(এম) দেগঙ্গা এরিয়া কমিটি - ২ এই জয়ে এলাকার সাধারণ মানুষকে ও নির্বাচকদের অভিনন্দন জানিয়েছেন।
 

Comments :0

Login to leave a comment