বর্ধমান স্টেশনে ওভারব্রীজের কাজের জন্য আগামী ৫ ফেব্রুয়ারি সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। সোমবার বর্ধমান স্টেশন ম্যানেজার স্বপন ব্যানার্জি জানিয়েছেন, ওই দিন রাত ১২টার পর থেকে হাওড়া-বর্ধমান, বর্ধমান – ব্যান্ডেল, বর্ধমান – আসানসোল, বর্ধমান – রামপুরহাট কোন লাইনেই আপ-ডাউন লোকাল ট্রেন চলবে না।
এক্সপ্রেস ট্রেন কিছু চলবে, কিছু বাতিল হবে, কিছু অন্য লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি বর্ধমান-হাওড়া, বর্ধমান-ব্যান্ডেল রাত্রি ১২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। বর্ধমান স্টেশনে ওভারব্রীজের কাজ চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। লোকাল ট্রেন এই ভাবে বন্ধ ঘোষণা করায় নিত্যযাত্রীদের চরম অসুবিধা হবে।
যাঁরা খেটে খাওয়া মানুষ নিত্যযাত্রী তারা রেলের এই সিদ্ধান্তে অনেকেই এদিন ক্ষোভে ফেটে পড়েন। অনেকেই বলেছেন লকডাউনে কাজ চলে গিয়েছিল আবার পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই এই ভাবে রেল বন্ধ হলে মালিকরা আমাদের ছাড়িয়ে দেবে।
Comments :0