শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে জাঙ্গীপাড়া বাজারে প্রচার মিছিল হল। বুধবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই বামকর্মী সমর্থকদের ঢল নেমেছিল মিছিলে। মিছিলে অল্প বয়সী যুবদের পাশাপাশি মহিলাদের অংশগ্রহণ ছিল দেখার মতো। জাঙ্গিপাড়ার পার্টি অফিসে অমল সিংহরায় ভবন থেকে মিছিল শুরু হয়ে বিবেক কোল্ড স্টোর মোড় ঘুরে ভাঙা দালান, বোড়হল মোড়, চন্দনপুর মোড় হয়ে প্রায় ৪ কিলোমিটার রাস্তা অতিক্রম করে জাঙ্গীপাড়া থানার সামনে সংক্ষিপ্ত পথসভা হয়। পথসভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা ফারুক আহমেদ লস্কর ও প্রার্থী দীপ্সিতা ধর। বক্তারা দেশের ধর্মনিরপেক্ষতা ও সংবিধান রক্ষার পাশাপাশি বিভাজনের রাজনীতি এবং দুই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রে বিকল্প সরকার গঠে তুলতে বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করার ডাক দেন। পথসভার পর মিছিল সিপিআই(এম) দপ্তরে শেষ হয়।
Dipsita Dhar
দীপ্সিতা ধরের সমর্থনে জাঙ্গিপাড়ায় মিছিল
×
Comments :0