Punjab Blast

বিস্ফোরণ ঘটিয়ে পাঞ্জাবকে অশান্ত করার ছক চলছে : মান

জাতীয়

শুক্রবার রাতে অমৃতসরের মন্দিরে বিস্ফোরণের পর থেকে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় অশান্তি তৈরি করার পরিকল্পনা চলছে বলে শনিবার দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গতকাল অমৃতসরের ঠাকুরদোয়ারা মন্দিরে বিস্ফোরণ ঘটে। শনিবার সকালে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিভিন্ন ভাবে প্রমান করার চেষ্টা চলছে যে পাঞ্জাব অশান্ত। কিন্তু বাস্তবে তা নয়। পাঞ্জাব শান্তিপূর্ণ একটি রাজ্য।’’ 

পুলিশ সূত্রে খবর গতকাল রাতে দুজন ব্যাক্তি বাইকে করে এসে মন্দিরে বিস্ফোরণ ঘটায়। এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। গোটা বিষয়ের তদন্ত করছে পুলিশ। 

পুলিশ কমিশনার ভুল্লার জানিয়েছেন, গতকাল রাত দুটোর সময় তারা বিষয়টি জানতে পারেন। সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয়দোর বয়ানও নেয় পুলিশ। তাদের দাবি পাকিস্তানের জঙ্গী গোষ্টী আইএসআইয়ের যোগ আছে এই ঘটনার সাথে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় যুবকদের উষ্কানি দিয়ে ওই গোষ্টী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। 

Comments :0

Login to leave a comment