Uttarpradesh

উত্তরপ্রদেশে ফের ধর্ষণের শিকার নাবালিকা

জাতীয়

১৭ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে। গাজিয়াবাদে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর ওই নাবালিকাকে প্রথমে অপহরণ করা হয়, তারপর একটি কবরস্থানে তাকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত একজন প্রথমে নির্যাতিতাকে একটা জায়গায় ডাকে তারপর তাকে দুজন জোড় করে বাইকে করে করবস্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। জানা যাচ্ছে দুজন অভিযুক্তের মধ্যে ধর্ষণ করেছে একজন। অপর জোন নজর রাখে যাতে কোন ভাবে ঘটনাস্থলে কেউ না এসে পৌঁছায়। 

উত্তর প্রদেশে পুলিশ আধিকারিক সুরেন্দ্র নাথ তিওয়ারি জানিয়েছেন, নির্যাতিতা বাড়িতে গোটা ঘটনা জানানোর পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় দুই অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। তাদের অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে নাবালিকার শারীরিক পরীক্ষার পর তার বয়ান রেকর্ড করেছে পুলিশ। 

Comments :0

Login to leave a comment