NCERT

পাঠ্যবইয়ে ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’, প্রস্তাব এনসিইআরটি’র কমিটির

জাতীয়

পাঠ্য বই থেকে মুছে দেওয়া হোক ‘ইন্ডিয়া’। তার জায়গায় লেখা হোক ‘ভারত’। এনসিইআরটি’র একটি উচ্চ পর্যায়ের কমিটি এই মর্মে সুপারিশ করেছে। 
এনসিইআরটি’র এই কমিটির প্রধান সিআই আইজ্যাক বলেছেন যে কমিটির সদস্যরা সর্বসম্মত সিদ্দান্ত নিয়ে এই সুপারিশ পাঠিয়েছে। ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’ করার পাশাপাশি ‘প্রাচীন ইতিহাস’ বদলে ‘চিরায়ত ইতিহাস’ করার সুপারিশও পাঠানো হয়েছে। এনসিইআরটি’র বা ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’র চেয়ারপার্সন দীনেশ সাকলানি জানিয়েছেন যে সংশ্লিষ্ট কমিটির সুপারিশ মিলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। 
বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে এক প্রশ্নে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘এনসিইআরটি’তে আসলে আরএসএস’র মনোভাবাপন্ন বিভিন্ন ব্যক্তিকে বসানো হয়েছে। এরা দেশের বৈচিত্র মানে না। বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণার বিপক্ষে। আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে বৈচিত্রের মধ্যে ঐক্যের পরম্পরা তৈরি হয়েছিল। এরা তার বিরোধী।’’
সেলিমের ব্যাখ্যা, ‘‘সংবিধানেই বলা হয়েছে ‘ইন্ডিয়া দ্যাট ইজ ভারত’। এর মধ্যে কোনও দ্বন্দ্ব নেই সংবিধানেই। আরএসএস এবং বিজেপি এই দ্বন্দ্ব তৈরি করছে কারণ এরা চায় ‘হিন্দুরাষ্ট্র’ গড়তে যেখানে হিন্দি হবে জাতীয় ভাষা। দেশের বহু ভাষা বহু ধর্ম বহু জাতি রয়েছে। এই বৈচিত্র এরা মানে না।’’ 
বিভিন্ন অংশই মনে করিয়েছে যে বিজেপি বিরোধী মঞ্চের নামকরণ ‘ইন্ডিয়া’ হওয়ার পর থেকে আরএসএস এবং বিজেপি নাম বদলাতে নেমেছে। ‘ইন্ডিয়া’-র সঙ্গে ‘ভারত’ দ্বন্দ্ব সাজানো হচ্ছে। ‘ইন্ডিয়া’ সরিয়ে ‘ভারত’ করার পক্ষে সওয়াল করেছেন আরএসএস’র প্রধান মোহন ভাগবত নিজেই। ‘জি-২০’ বৈঠকে ‘ভারত’ ব্যবহার করা হয়েছে ‘ইন্ডিয়া’-কে সরিয়ে। সেই বক্তব্য অনুসরণ করেছে এনসিইআরটি’র কমিটি।
‘প্রাচীন ইতিহাস’ বদলে ‘চিরায়ত ইতিহাস’ । তা নিয়েও বিতর্ক আছে। বিভিন্ন অংশের বক্তব্য, বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে ইতিহাস চর্চার ধারায় প্রাচীন যুগ, মধ্য যুগ এবং আধুনিক যুগ চিহ্নিত হয়। ‘প্রাচীন’-কে ‘চিরায়ত’ বলার অর্থ প্রাচীন সব ধ্যানধারণাকেই যুক্তিযুক্ত বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।  বৈজ্ঞানিক সব আধুনিক আবিষ্কার বেদের উপহার বলে চালানোর চেষ্টা করেছে আরএসএস এবং বিজেপি।   
আইজ্যাক আরও বলেছেন, ‘‘স্কুলের পাঠ্য বইয়ে মুঘল এবং সুলতানদের কাছে আমাদের পরাজয়ের উল্লেখ থাকে। কিন্তু, মুঘল এবং সুলতানদের হারিয়ে আমাদের জয়ের উল্লেখ থাকে না।’’  
উল্লেখ্য, জাতীয় শিক্ষা নীতির নাম করে পাঠ্য বইয়ের ইতিহাস পাল্টে পুরানকে যোগ করার কথা উল্লেখ করা হয়েছে।

Comments :0

Login to leave a comment