শিক্ষক নেই। দু’বছর আগেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল স্কুলে। এবার সেই স্কুলেই ‘হাট বসছে শুক্রবারে’!
পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার ভাল্যগ্রাম জুনিয়র হাইস্কুলের ঘটনা। ধ্বংস হচ্ছে স্কুল ভবন, আসবাবপত্র। চুরিও হচ্ছে দেদার। সন্ধ্যা হলেই নেশার আসর বসে বলে স্থানীয়দের অভিযোগ। কিন্তু কিছু করার নেই। প্রত্যেকেই শাসক ঘনিষ্ঠ। দিনের বেলা রমরমিয়ে চলে বিকিকিনি। চপ, বেগুনি, মাছ, মাংস, সবজি, মশলাপাতি, পোষাক বিক্রি হয়। ব্যবসায়ীদের বক্তব্য, আগেই গ্রামের রাস্তায় হাট বসত সেখানে যানজট, দুর্ঘটনা লেগেই থাকত। স্কুলে বন্দ হয়ে যাওয়ায় তাদের সেখানেই হাট বসাবার ‘অনুমতি’ দেওয়া হয়েছে। কে বা কারা সেই অনুমতি দিয়েছে সেই বিষয় মুখ খুলতে আপত্তি তাদের।
জানা গেছে স্থানীয় কিছু শিক্ষানুরাগীর চেষ্টায় অবসরপ্রাপ্ত দু’জন অতিথি নিয়ে ২০১৫-১৬ সালে স্কুলটি চালু হয়। বয়স হয়ে যাওয়ায় তারা আর আসতে পারেন না। বহুবার প্রশাসনকে জানিয়েও মেলেনি শিক্ষক। হাটের ব্যবসায়ীদের বক্তব্য স্কুল খুললে তারা অন্যত্র সরে যাবেন কিন্তু তারা হাট বসাচ্ছেন বলে কিছুটা হলেও স্কুলের সম্পত্তি নষ্ট, চুরি যাওয়া কিছুটা হলেও কমেছে।
School education
শিক্ষক নেই, বন্ধ স্কুল, বসছে হাট

×
Comments :0