Ilambazar

এবার ইলামবাজারে শ্লীলতাহানির শিকার কর্তব্যরত মহিলা নার্স, প্রতিবাদে পথে নার্সরা

রাজ্য

ফের মহিলা স্বাস্থ্যকর্মী শ্লীলতাহানির শিকার। এবার খোদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে। বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রাত্রে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানি করেন এক চিকিৎসারত ব্যক্তি। ঘটনার আঁচ বুঝেছে পুলিশ তড়িঘড়ি গ্রেপ্তার করে অভিযুক্তকে। ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক ও নার্সেরা। প্রতিবাদে রবিবার স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে 'নো সেফটি, নো ডিউটি' পোস্টার লিখে মিছিল করেন সকল স্বাস্থ্যকর্মীরা।  ইলামবাজার থানায় গিয়ে ডেপুটেশন দেন তারা। আরজি কর কাণ্ডের মাঝে বীরভূমের ইলামবাজারে রাত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাহীনতার প্রশ্নে বিতর্ক শুরু৷ স্বাভাবিক ভাবে আর জি কর নিয়ে যখন রাজ্য তোলপাড়, তখন ফের মহিলা স্বাস্থ্যকর্মীর সম্ভ্রমের উপর আঁচ স্বাভাবিকভাবেই ব্যপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। ঘটনা চক্রে এই ইলামবাজার বিপিএইচসি'র অধীন বাতিকার, স্বাস্থ্যকেন্দ্রে এক বছর আগেই এক এএনএমকে খুন করার ঘটনা ঘটেছিল। এবারের ঘটনা খোদ বিপিএইচসিতেই। 
৩০ শয্যা বিশিষ্ট বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে প্রায় ৫ টি গ্রাম পঞ্চায়েতের মানুষজন। অভিযোগ, শনিবার রাত্রে এই জ্বর নিয়ে ভর্তি হয় এক রোগী। সেই রোগীকে ইঞ্জেকশন দিতে যান এক নার্স। সেই সময় রোগী তাঁর শ্লীলতাহানি করে। এই ঘটনায় রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রাত্রেই ইলামবাজারের ছোটচকের বাসিন্দা শেখ আব্বাসউদ্দীনকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয়। 
খবর পেয়েই ইলামবাজার থানার পুলিশ আসে স্বাস্থ্যকেন্দ্রে৷ পরে চিকিৎসারত অবস্থাতেই রোগীটিকে গ্রেপ্তার করে পুলিশ। এই মুহুর্তে আব্বাসউদ্দীন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গ্রেপ্তার হয়ে ভর্তি আছে।

Comments :0

Login to leave a comment