আজ ৮এপ্রিল । ১৯৭৬সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন মোহনবাগান কিংবদন্তি গোষ্ঠ পাল। ১৮৯৬সালের ২০আগস্ট তিনি জন্মেছিলেন তৎকালীন ভোজেশ্বরে ( বর্তমানে বাংলাদশের ফরিদপুর জেলার নড়িয়া উপজেলা )। পরবর্তীতে তার পরিবার চলে আসে কলকাতায়। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী বাবু শ্যামলাল পাল। আদতে একজন বাঙাল হলেও মোহনবাগানপ্রেমী তিনি হয়ে উঠেছিলেন মূলত ১৯১১ সালের ২৯জুলাইয়ের একটি ম্যাচ দেখতে এসে। সেই সময় বছর ১৫-র গোষ্ঠ পাল খেলতেন কুমারটুলি ক্লাবে। ওইদিনই ঘটেছিলো পরাধীন ভারতের সবচেয়ে আকর্ষনীয় ফুটবল ম্যাচটি। আজও সেই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ঘটনা হয়েই রয়েছে। ইস্ট ইয়র্কশার রেজিমেন্টকে হারিয়ে সেবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। তারপর থেকেই মূলত তার শয়নে , স্বপনে , জাগরণে ছিল শুধুই মোহনবাগান । ১৯১২ তেই তিনি যোগ দেন মোহনবাগানে। ডিফেন্ডার হিসেবে ১৯১২ থেকে ১৯৩৬পর্যন্ত মোহনবাগান জার্সিতে ৬১৭ম্যাচে ৪৩টি গোলও করেছেন। ১৯২৪থেকে ১৯৩৫অব্দি ভারতীয় দলের জার্সিও গায়ে চাপিয়েছিলেন। ১৯৮৪ সালে তার মৃত্যুর বেশ কয়েকবছর পর ইডেন গার্ডেন্সের বিপরীতে মোহনবাগান ক্লাব যাওয়ার পথেই উন্মোচিত হয়েছিল গোষ্ঠ পালের মূর্তি। বর্তমানে যা গোষ্ঠ পাল সরণি নাম পরিচিত। ১৯৬২তে প্রথম ফুটবলার হিসেবে জিতেছিলেন পদ্মশ্রী পুরস্কার। মোহনবাগানের হয়ে মোট চারবার কোচবিহার কাপ , একবার করে রোভার্স ও আইএফএ শিল্ড জিতেছিলেন তিনি। তার খেলায় মুগ্ধ হয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ' চীনের প্রাচীর ' আখ্যা দিয়েছিলেন।
Comments :0