দিল্লির ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আলোচনা চলছে গোটা দেশ জুড়ে। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এনআইএ সহ একাধিক তদন্তকারী সংস্থা। এবারে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে এক চিকিৎসককে আটক করলো এনআইএ। সূত্রের খবর, শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার সূর্যাপুর হাই স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালান এনআইএ’র আধিকারিকেরা। সেখান থেকেই ওই চিকিৎসককে আটক করে নিয়ে যান তারা। ধৃত চিকিৎসকের নাম জানিসার আলম ওরফে জিগার।
বহু বছর আগে ছোট থাকতেই ওই চিকিৎসকের বাবা তাদেরকে নিয়ে লুধিয়ানাতে চলে যান। সেখানে এক কোয়াক ডাক্তারের সঙ্গে কাজ করতেন ধৃতের বাবা তৌহিদ আলম। তৌহিদ আলম তার ছেলে জানিসার আলমকে ডাক্তারি পড়ান। এরপর জানিসার আলম হরিয়ানার আল ফালাহ ইউনিভার্সিটি থেকে এমবিবিএস পাশ করেন ২০২৪ সালে। গত রবিবার জিগার পরীক্ষা দিতে গিয়েছিলেন চন্ডিগড়ে। এরপর চলতি মাসের ১২ তারিখ বুধবার গ্রামের বাড়িতে আসেন পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। এরপরই শুক্রবার তাকে আটক করে নিয়ে যান এনআইএ’র আধিকারিকেরা।
Delhi Blast
দিল্লি বিস্ফোরণ ঘটনায় উত্তর দিনাজপুরে এনআইএ হানা, আটক এক যুবক চিকিৎসক
×
Comments :0