হিমাচলে মুখ্যমন্ত্রী বেছে নিতে বড় ভূমিকা নিতে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের অন্যতম এই সাধারণ সম্পাদক রাজ্যের ভোট প্রচারে মুখ্য দায়িত্ব নিয়েছিলেন।
বাণিজ্যিক সংবাদমাধ্যম এডি়য়ে গেলেও বাস্তবে হিমাচলের (Himachal Polls) ভোট প্রিয়াঙ্কার বড় সাফল্য। রাজ্যের ৬৮ আসনের বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৪০টি আসন। কিন্ত মুখ্যমন্ত্রী হতে আগ্রহী রাজ্যস্তরের তিন নেতানেত্রী। প্রদেশ সভাপতি প্রতিভা সিংয়ের অনুগামীরা দিল্লি থেকে পাঠানো পর্যবেক্ষকদের গাড়ি ঘিরে ধরে দাবিও তুলেছেন।
শুক্রবার সিমলায় হয়েছে নির্বাচিত বিধায়কদের বৈঠক। জাতীয় কংগ্রেস কমিটির (INC) তরফে যোগ দেন রাজীব শুক্লা এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধায়করা দিল্লিকে দায়িত্ব দেন।
শনিবার দিল্লিতে কংগ্রেসের জাতীয় স্তরে তৎপরতা শুরু হয়েছে। প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলেছেন শুক্লা, বাঘেল দুজনেই।
প্রিয়াঙ্কা সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে কথা বলছেন হিমাচলে দলের নেতানেত্রীদের সঙ্গে।
দল ভাঙিয়ে পিছনের দরজা দিয়ে সরকারে বসতে মুখিয়ে বিজেপি। বাঘেল সেই শঙ্কা জানিয়েছেন সরাসরি।
Comments :0