‘‘লোকসভায় বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না। বিরোধী দলনেতাও কথা বলার সুযোগ পাচ্ছেন না। এটাই নতুন ভারত।’’ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে আক্রমণ করে বুধবার একথা বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
রাহুল বলেন, ‘‘আমি অধ্যক্ষের কাছে অনুমতি চেয়েছিলাম কিছু বলার জন্য। কিন্তু বলার সুযোগ না দিয়ে অধিবেশন মুলতুবি করে চলে যান।’’ বিরোধী দলনেতার দাবি এদিন অধিবেশন মুলতুবি করার মতো কোন ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘‘যখনই কিছু বলা চেষ্টা করা হয় বিরোধীদের পক্ষ থেকে তিনি সুযোগ দেন না। গত ৭-৮ দিন আমাকে সংসদে বলার সুযোগ দেওয়া হয়নি। নতুন কৌশল নেওয়া হয়েছে শাসক শিবিরের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী কুম্ভ মেলা নিয়ে ভাষণ দিলেন। আমি তার ভাষণের ওপর কিছু বলার অনুমতি চেয়েছিলাম, দেশে বেকারত্বের চেহারা তুলে ধরার চেষ্টা করতাম কিন্তু অধ্যক্ষ অনুমতি দেননি। অধ্যক্ষ যেই ভাবে সংসদ পরিচালনা করছেন তা অগণতান্ত্রিক।’’
রাহুলের দাবি, এদিন তিনি বিক্ষোভে অংশ না নিয়ে নিজের আসনে ছিলেন। তাও লোকসভার অধ্যক্ষ বিরোধী দলনেতাকে বলেন সঠিক আচরণ করার জন্য এবং ৩৪৯ নম্বর ধারা মেনে চলার জন্য। উল্লেখ্য, এই ধারায় সংসদের অভ্যন্তরে সাংসদের আচরণ সম্পর্কে বলা আছে।
চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী সংসদে কুম্ভ মেলার আয়োজন নিয়ে নিজের কৃতিত্ব দাবি করেন। তিনি বলেন, কুম্ভ মেলা সুষ্ঠু ভাবে আয়োজন করে ভারত গোটা বিশ্বের কাছে নিজেদের ক্ষমতা প্রমান করেছে। পাল্টা কুম্ভ মেলায় এবং মেলাকে কেন্দ্র করে দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুর প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন।
রাহুল গান্ধী বলেন, কুম্ভ মেলার দেশের ঐতিহ্য প্রধানমন্ত্রীর এই কথার সঙ্গে আমরা এক মত। কিন্তু ওই মেলাকে কেন্দ্র করে যেই সব মানুষের মৃত্যু হলো সেই নিয়ে কেন প্রধানমন্ত্রী নীরব।
Rahul Gandhi
লোকসভায় কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বিরোধীদের : রাহুল গান্ধী

×
Comments :0